কাশিয়াডাঙ্গায় বিএনপির গণসংযোগ কর্মসূচি ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
- Update Time : ০৮:৫৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৯৫ Time View

স্টাফ রিপোর্টার: মো:আতিকুর রহমান :
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা বিএনপি আজ এলাকাব্যাপী এক ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দলের নেতাকর্মীরা বিভিন্ন পাড়া-মহল্লায় door-to-door গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে স্থানীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের সংকট ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান তুলে ধরেন।
কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে ও গণসংযোগস্থলে গণতন্ত্র মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া একজন আলোকবর্তিকা, তার সুস্থতা আজ জাতির প্রত্যাশা।
গণসংযোগে বক্তারা বলেন,
“সুখী, সমৃদ্ধ ও শান্তির মহানগরী পুনরুদ্ধারে ধানের শীষই জনগণের প্রকৃত আশা। রাজশাহীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান—সবকিছুর টেকসই সমাধান বিএনপির হাতেই সম্ভব।”
নেতারা আরও অভিযোগ করেন যে, বর্তমান সরকারের ব্যর্থতা, দুঃশাসন, মাদক-সন্ত্রাস ও বেকারত্বে রাজশাহী আজ সংকটে। তাঁদের দাবি, জনগণের আস্থা ফিরে পেতে হলে বদলে দিতে হবে বর্তমান অব্যবস্থাপনা, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।
অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে কাশিয়াডাঙ্গা বিএনপি মাঠে আছে এবং সামনে আরও ব্যাপক গণসংযোগ, পথসভা ও প্রচারণার কর্মসূচি পালন করা হবে।
আজকের কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















