ওয়াকফ সংশোধনী আইন পাশ করে ভারত ইসলাম বিদ্ধেষী প্রকাশ ও ধমনিরপেক্ষতা চরিত্র বদল করল —- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

- Update Time : ০৭:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ২৭৫ Time View
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার ৫ এপ্রিল ২০২৫ইং রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করলেন এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি পরিণত হল ।ভারতে মুসলিমদের দান করা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও বহু বছরের পুরনো পরিচালনা পদ্ধতি সংশোধনে আইন করা হল।ওয়াকফ সম্পত্তি ইসলামী নিয়মের ভিত্তিতে সংগ্রহ ওপরিচালিত হতো কিন্তু আইন পরিবর্তনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি বেহাত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
পার্টির সভাপতি বলেন, প্রতিবেশী দেশ ভারতে সবসময় মুসলমানরা আতংকে থাকেন তাদের নাগরিক অধিকার মোতাবেক জীবনযাপন করার জন্য । প্রতিনিয়ত নানাভাবে মুসলমানদের তাদের সামাজিক, রাজনৈতিক ,ধমীয় অধিকার পালনে বাধাগ্রস্ত হচ্ছে।মোগলরা কয়েকশত বছর ভারতীয় ভুখন্ড শাসন করলেও মুসলমানরা ভারতে নিজ দেশে পরবাসী হিসেবে বসবাস করে।
নতুন আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি ও২২ সদস্যের বোর্ডে সর্বোচ্চ চারজন মুসলিম সদস্য থাকার ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তির অন্যতম লক্ষ্য হল সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব, মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন। নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হওয়ার যুক্তিতে বিগতদিনে রাজস্ব সংগ্রহ করতে ‘ব্যর্থ’ হয়েছে ওয়াকফ বোর্ডগুলিকে অভিযুক্ত করা হয়েছে। ভারতে ওয়াক্ফ বোর্ডগুলোর অধীন প্রায় ৮ লাখ ৭২ হাজারটি মোট আয়তন প্রায় ১০ লাখ একরের মোট মূল্য প্রায় ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলার ।
বিগত দিনে বাবরী মসজিদ যেভাবে ধ্বংস করা হয়েছে তেমনি ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনের মাধ্যমে মুসলমানদের উপর আঘাত করা হল।ওয়াকফ সম্পত্তি বেহাত বা ধ্বংস করা হতে সতক থাকতে হবে। (সংবাদ বিজ্ঞপ্তি )
You have noted very interesting details! ps decent web site.