আশুলিয়ায় বজ্রপাতে রাজমিস্ত্রীর মৃত্যু

- Update Time : ০৪:৪৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১২১ Time View
বিল্লাল হোসেন সাজু স্টাফ রিপোর্টারঃ আশুলিয়ায় বজ্রপাতে ইদু মিয়া (৬০) নামের এক নির্মান ম্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার তিনবন্ধু মোড় এলাকার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত ইদু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন কুঁজোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন। নিহতের স্বজনরা জানায়, বিকেলে ভাদাইলের তিনবন্ধু মোড় এলাকায় একটি বাড়ির নির্মাণ কাজ করছিলেন ইদু মিয়া। এসময় বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ইদু আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে আশুলিয়া থানার (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।