০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
আয়নাঘরে লোক

আয়নাঘরে লোক না থাকলে আমার বাবা-চাচ্চুরা কোথায়?

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৫:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ২৬৬ Time View

‘বাবাকে ছাড়া আর থাকতে পারছি না। ৫ আগস্টের পর আমাদের এভাবে দাঁড়ানোর কথা ছিল না।

আমরা বিচার পাচ্ছি না। আমাদের জন্য কোনো দেশ স্বাধীন হয়নি।
আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি। আমাদের এখনো কেন এভাবে দাঁড়াতে হয়? আয়নাঘরে কোনো লোক নেই, তাহলে ওই লোকগুলো কই? আমাদের বাবারা, আমাদের চাচ্চুরা কোথায়? তাদের এভাবে মেরে ফেলতে পারে না।



রোববার (২০ এপ্রিল) সকালে রাজধানীর হাইকোর্টের মাজার গেইটের সামনে ‘মায়ের ডাক’ সংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচিতে কাঁদতে কাঁদতে এসব কথা বলছিল গুমের শিকার বংশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম হৃদি।

২০১৩ সালের ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে যখন পারভেজ হোসেন নিখোঁজ হন, তখন তার মেয়ে হৃদির বয়স ছিল মাত্র দুই বছর।

ছোট্ট সেই শিশুর বয়স এখন প্রায় ১৪ বছর। কিন্তু এখনো বাবাকে খুঁজে পায়নি সে। পায়নি বিচারও। তাইতো গুম সংক্রান্ত কোনো অনুষ্ঠান হলেই বাবার ছবি হাতে সেখানে ছুটে যায় হৃদি।
অবস্থান কর্মসূচিতে হৃদি বলছিল, ‘আমরা বিচার চাই। আমার ভাইটা তো বাবাকে দেখেইনি। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। ’
ড্রাইভার কাওসার হোসেন এর মেয়ে লামিয়া আক্তার মীম বলে বাবার ছবি দেখে ও হাতে নিয়ে বড় হয়েছি।এখন তো স্বাধীন দেশ বাবাকে স্পর্শ করে বাবা বাবা বলে চিৎকার করে বলতে চাই আব্বু তুমি সত্যি ফিরে এসেছো।

‘বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর অভিযুক্ত কর্মকর্তা এবং ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের গ্রেপ্তার ও বিচারের’ দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে ‘মায়ের ডাক’। অবস্থান কর্মসূচিতে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার ও গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।(সংবাদ বিজ্ঞপ্তি)

Tag :

Please Share This Post in Your Social Media

One thought on “আয়নাঘরে লোক না থাকলে আমার বাবা-চাচ্চুরা কোথায়?

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

আয়নাঘরে লোক

আয়নাঘরে লোক না থাকলে আমার বাবা-চাচ্চুরা কোথায়?

Update Time : ০৫:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

‘বাবাকে ছাড়া আর থাকতে পারছি না। ৫ আগস্টের পর আমাদের এভাবে দাঁড়ানোর কথা ছিল না।

আমরা বিচার পাচ্ছি না। আমাদের জন্য কোনো দেশ স্বাধীন হয়নি।
আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি। আমাদের এখনো কেন এভাবে দাঁড়াতে হয়? আয়নাঘরে কোনো লোক নেই, তাহলে ওই লোকগুলো কই? আমাদের বাবারা, আমাদের চাচ্চুরা কোথায়? তাদের এভাবে মেরে ফেলতে পারে না।



রোববার (২০ এপ্রিল) সকালে রাজধানীর হাইকোর্টের মাজার গেইটের সামনে ‘মায়ের ডাক’ সংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচিতে কাঁদতে কাঁদতে এসব কথা বলছিল গুমের শিকার বংশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম হৃদি।

২০১৩ সালের ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে যখন পারভেজ হোসেন নিখোঁজ হন, তখন তার মেয়ে হৃদির বয়স ছিল মাত্র দুই বছর।

ছোট্ট সেই শিশুর বয়স এখন প্রায় ১৪ বছর। কিন্তু এখনো বাবাকে খুঁজে পায়নি সে। পায়নি বিচারও। তাইতো গুম সংক্রান্ত কোনো অনুষ্ঠান হলেই বাবার ছবি হাতে সেখানে ছুটে যায় হৃদি।
অবস্থান কর্মসূচিতে হৃদি বলছিল, ‘আমরা বিচার চাই। আমার ভাইটা তো বাবাকে দেখেইনি। আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। ’
ড্রাইভার কাওসার হোসেন এর মেয়ে লামিয়া আক্তার মীম বলে বাবার ছবি দেখে ও হাতে নিয়ে বড় হয়েছি।এখন তো স্বাধীন দেশ বাবাকে স্পর্শ করে বাবা বাবা বলে চিৎকার করে বলতে চাই আব্বু তুমি সত্যি ফিরে এসেছো।

‘বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর অভিযুক্ত কর্মকর্তা এবং ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের গ্রেপ্তার ও বিচারের’ দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে ‘মায়ের ডাক’। অবস্থান কর্মসূচিতে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার ও গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।(সংবাদ বিজ্ঞপ্তি)