০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাসানচরে দফায় দফায় মারামারি
আইনহীন চরফ্যশন উপজেলার ভাসানচরে দফায় দফায় মারামারি

আবুল কাশেম
- Update Time : ১১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২৪৪ Time View
মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, দৈনিক সরকার : আইন-শৃংখলা বাহিনীর অদক্ষতা সহ অসভ্য শিক্ষিত, নিন্ম শিক্ষিত ও কু-শিক্ষিত লোকের কারনে রমজানে মসজিদে ইফতারী চুরি, চরফ্যাসন উপজেলায় মসজিদে ইমামের শিশু বলৎকার, বাসা বাড়িতে সাংবাদিকের উপর হামলা, বহু এলাকায় ব্যাপক মারামারি ও খুনাখুনী হয়েছে। ভোলার চরফ্যাশনের শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কলের হাট এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়, মৃত্যূ ব্যতীত ঘটমান আহতের সংখ্যা ২৫
ভোলা জেলার চরফ্যাশনে জমির দলিল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়ে চরফ্যাশন ও ভোলা সদরের সরকারি হাসপাতালে ভর্তি আছে। জামায়াতে ইসলামি বাংলাদেশ সমর্থিত আহতদেরকে ঢাকার ইবনে শিয়াল হাসপাতালে নেওয়ার তদবীর ও দালালী চলছে। গত ০৩/০৪/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার উক্ত ইউনিয়নের ভাসানচর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তারা আহত হয়। ঘটনার খবর শুনে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনার স্থলে গিয়ে নৌ-কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে যৌথ বাহিনী এলাকার ঘটনাস্থল ত্যাগ করলে এলাকাকে আইন ফাঁকা ও আইনশূন্য পেয়ে বিবাদের উভয় আক্রোসী ও সংক্ষুব্দ পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, এলাকার আব্দুর জলিল সঙ্গে একই এলাকার আলমগীর হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘ্য দিনের বিরোধ চলছিল। পরে স্থানীয় সালিশের সমঝোতা নামক বেআইনী সিদ্ধান্তের মাধ্যমে বিরোধীয় জমি আব্দুর জলিলের কাছে হস্তান্তর করার কথা থাকলেও সময় মতো দলিল দেয়নি আলমগীর গ্যাং। এ নিয়ে প্রথমে স্থানীয় কলেরহাট বাজারে আলমগীরের সঙ্গে মারামারি হয়। পরে সেখানে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধের মত হানাহানী ঘটনার রূপ নেয়। অনাহত স্থানীয় বাসিন্দারা ঘটনা নিয়ে ঘটনার বিবরণ দিতে ও চাক্ষুস সাক্ষ্য দিতে ভীতু থাকতে দেখা যায় । শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এক পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাসন সরকারী হাসপাতালে বিভিন্ন এলাকার মারামারির লোকে লোকারণ্য রোগী ভর্তির পরিবেশ বিরাজমান থাকায় কলের হাটের আহতদের ক্ষত ও জখমের বর্ণনা নেওয়ায় বিড়ম্বনা তৈরি হয়। অন্যদিকে চরফাসনের আহম্মদপুর, আছলামপুর, আবুবকরপুরে নিয়মিত খুনের ঘটনা ঘটেছে। দক্ষিণ আইচা, আহম্মদপুর, আছলামপুর, আবুবকরপুরের একাধিক মারামারির ঘটনার আহতদেরকে চিকিৎসা দিতে হাসপাতালের জরুরী বিভাগকে হিমশিম খেতে দেখা গেছে। জীবনে কোনদিন এস:এস:সি: ন-পাশ করা ব্যক্তির দ্বারা চরফ্যাসন উপজেলা পরিষদ পরিচালিত হওয়ায় চরফ্যাসন উপজেলায় বিপুল সংখ্যক মারামারির ঘটনা ঘটতেছে বলে দেশের বিশেষজ্ঞ মহল মনে করছে। ছবিতে- প্রতীকি মারামারি।
Tag :
চমৎকার।
of course like your web site but you have to check the spelling on several of your posts. Many of them are rife with spelling issues and I find it very bothersome to inform the reality then again I’ll surely come back again.