যৌথ বাহিনীর অভিযান রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেল ৫টি পিস্তলসহ গ্রেপ্তার।। এলাকায় মিস্টি বিতরণ

- Update Time : ০৫:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ১১২ Time View
রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় দুর্ঘম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী
সোহেল মিয়া গ্রেপ্তার। আজ সোমবার দিন ব্যাপী পুলিশ
সেনাবাহিনী,র্যাব ও ডিবির বিশেষ অভিযান চালিয়ে শ্রীনগর বাজার
ডালে মেঘনা নদী থেকে তাকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে সাংবাদিকদের
সাথে সন্ধ্যাল পরে ব্রিফ করে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা স্বীকার
করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো মাসুদ রানা,ও ওসি আদিল
মাহমুদ।
ব্রিফ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোহেলের বিরুদ্ধে হত্যা মামলাসহ
অন্তত ১০ টি মামলা রয়েছে। এলাকায় একক আধিপত্য বিস্তার করে
বিভিন্ন অপকর্ম চালাতো। তার সমর্থিতদের ভয়ে এলাকায় তার বিরুদ্ধে
কেউ কথা বলতে পারতো না। গেলো কয়েক মাসে এলাকায় বসত বাড়ী
ভাঙ্গচুর,অগ্নিসংযোগসহ একাদিক অপকর্ম চালিয়ে ত্রাসের রাজত্ব
কায়েম করেছিলো। তার গ্রেপ্তারে খবওের এলাকাবাসীরা মিস্টি বিতরণ
করেছেন।
যৌথ অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ
রানা,সহকারী কমিশনার মো মাসুদর রহমান রুবেল,এ এস পি বায়েজিদুর
রহমান,ওসি আদিল মাহমুদসহ সেনাবাহিনী ও র্যাব এবং ডিবির
উর্দ্ধতন কর্মকতাগন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো মাসুদ রানা বলেন ,এ উপজেলা
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে এ রকর্ম অভিযান অব্যাহত থাকবে।