পঞ্চগড়ের তেতুলিয়ায় ডাকাতীর ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পূঁলিশ সূপারের সংবাদ সম্মেলন

- Update Time : ১০:১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ২১০ Time View
পঞ্চগড় জেলা প্রতিনিধি ,মোখলেছুর রহমান চৌধূরী:পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় গত দুই মার্চ দিবাগত রাত্রে মোঃবেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতি ঘটনার খবর পাওয়া যায়।খবর পাওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন ফোর্স যৌথ ভাবে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন ডাকাত কে আটক করেন।আটককৃতরা হলেন আন্তনগর থেকে আসা ডাকাত দলের সদস্যরা হলেন মোঃআয়নাল হক(৪০)মোঃশরিফুল ইসলাম (২৮)মোঃহাসানুর(২৮)মোঃআনোয়ার হোসেন(৪২)তাদের সর্ব জেলা হচ্ছে রংপূর ও দিনাজ পূর জেলা থেকে মোঃতহিদুল ইসলাম (৪০)এবিষয়ে পঞ্চগড় জেলার সম্মানীত পূঁলিশ সূপার মোঃমিজানুর রহমান (মুন্সি) মহোদ্বয় অত্র জেলার সমগ্র সাংবাদিকদের কে নিয়ে গত তিন মার্চ পূঁলিশ সূপার কার্যালয়ে হলরুমে প্রেস ব্রিফিং এ বলেন আমরা বিভিন্ন টিম সহ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচজন সদস্য কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।সেই সাথে ব্যাবহারকৃত অস্ত্র লোহার রড,রশি ও গাছের ডাল সহ জব্দ করা হয়।এছাড়াও নগদ অর্থ বারো হাজার পাঁচশত টাকা,ছয়টি বাটান মুঠোফোন কিছু স্বর্নলংকার ও নীল হলুদ রঙ্গের ছঁয় চাকার একটি ট্রাক যার রেজিঃনং ২৩-১৪২৩ জব্দ করা হয়।ধারনা করা হচ্ছে স্থানীয় কেউ না কেউ তাদের সঙ্গে অবশ্যই জড়িত রয়েছে।তবে আসামীদের কে জিজ্ঞাসা বাদ চলমান রয়েছে।
Do you have a spam problem on this blog; I also am a blogger, and I was wondering your situation; we have developed some nice practices and we are looking to swap methods with others, be sure to shoot me an e-mail if interested.