০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ
নরসিংদীতে ধর্ষণের অভিযোগে গ্ৰেফতার এক যুবক

আবু নাইম রিপন
- Update Time : ১২:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৮৬ Time View
আবুনাঈম রিপন ,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আশিক দেওয়ান শান্ত (১৮) নামে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছে এ ঘটনায় জড়িত অপর এক যুবক। শনিবার ১২ এপ্রিল দুপুরে সদর হাসপাতাল থেকে আশিক দেওয়ান শান্তকে আটক করা হয়। আটক শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে। পুলিশ ও স্বজনরা জানায়, আশিক ও ভুক্তভোগী মেয়েটি টিকটকের মাধ্যমে পরিচিত হয় এবং পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

গত শুক্রবার আশিক মেয়েটিকে পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় ঘুরতে নিয়ে যায়। পরে চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে। এসময় আশিক দেওয়ান শান্ত ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আশিককে আটক করে পলাশ থানায় হস্তান্তর করে। আশিকের বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভুক্তভোগী মেয়েটি নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :