৩ দফা দাবীতে নরসিংদীতে শিক্ষকদের কর্মবিরতি মানববন্ধন ও স্মারকলিপি পেশ
- Update Time : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৬৮ Time View

গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি : বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের কর্মসূচীতে হামলার প্রতিবাদে নরসিংদীতে লাগাতার কর্মবিরতি পালন ও মানববন্ধন করছে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। ১৪ অক্টোবর সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শহরের জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ও জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা করা মানে বাংলাদেশের ওপর হামলা করা। শিক্ষকরা তাদের মর্যাদা নিয়ে শ্রেণিকক্ষে থাকতে চায়। এসময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন তারা। দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে। আদর্শ শিক্ষক ফেডারেশনের সভায় শিক্ষকের আন্দোলনে সহমত পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদীর সদরের মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঞা। আদর্শ শিক্ষক ফেডারেশন নরসিংদী জেলার আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ মকবুল হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবেদ আলী কলেজের অধ্যক্ষ আহসান মাহবুব, শিক্ষক নেতা মনজিল এ মিল্লাত, ছানাউল্লাহ, সামসুউদ্দিন ভূইয়া, এনসিপি নেতা বাদল মিয়া, মাওলানা মাসুদুল হক, মাওলানা নাজমুস ইসলাম, জামিয়া কাসিমিয়া ছাত্র সংসদের ভিপি মাহফুজুর রহমান, জিএম মোজাহিদুল ইসলাম সাদেক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হরমুজ খান ও সোলেমান কবির।

























