সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ

- Update Time : ১০:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৭১ Time View
মোঃ জালাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জঃ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত ভারত থেকে কোনো আমদানি পণ্য সোনামসজিদ বন্দরে প্রবেশ করেনি। বাংলাদেশ থেকেও ভারতেও কোনো রপ্তানি পণ্য পাঠানো হয়নি।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শাটডাউন পালন করছেন। এ কারণে শুল্ক আদায়সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরে অন্তত ছয়টি রপ্তানিবাহী ট্রাক আটকে পড়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম বলেন, শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি চলবে। সন্ধ্যার দিকে কেন্দ্র থেকে নতুন নির্দেশনা আসতে পারে। সেটা পাওয়ার পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, শাটডাউনের কারণে বন্দরের সব কার্যক্রম স্থগিত আছে। ভারতের মহদিপুর বন্দরেও আমদানিবাহী শতাধিক ট্রাক আটকে পড়েছে।