সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন

- Update Time : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১৩৩ Time View
একেএম মহিউদ্দিন: বিশেষ প্রতিনিধি: নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন করা হয়।
শনিবার (১৪ জুন) সকাল ১০.০০ টায় তাজমহল রেস্তোরাঁয় রজতজয়ন্তী উপলক্ষে গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়।
সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম, সহকারী এ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড. মোঃ নজরুল ইসলাম ছোটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাও. সাইয়েদ আহমেদ, সেক্রেটারি জেনারেল মাওলানা বোরহান উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, উপজেলা আমির হানিফ মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, সাবেক সদস্য সচিব মো দিদার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির পাটোয়ারী, এডভোকেট শাহজালাল, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসাইন পাটোয়ারী সহ সোনাইমুড়ী প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা পর্বে রত্নগর্ভা মা হিসেবে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা হাজেরা বেগম, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল্লাহ মুনির, শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে দৈনিক সমকালের উপ-সম্পাদক শাহেদ চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা কক্ষ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম সাকিফ ও কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি সালাহ উদ্দিন অতীত থেকে বর্তমান পর্যন্ত সাংবাদিকদের নানা অবদান ও কার্যক্রমকে স্মরণ করে বক্তব্য প্রদান করেন।
বক্তারা ২৫ বছর পূর্তির এই উৎসবে সোনাইমুড়ী ও দেশের সাংবাদিক সমাজে প্রেসক্লাবের ভূমিকা ও কার্যকলাপ তুলে ধরেন।
সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া বলেন, আমাদের প্রতিষ্ঠার ২৫ বছরে আমরা স্থানীয় সংবাদ পরিবেশে মানদণ্ড তৈরি করেছি। ভবিষ্যতে আরও উচ্চমাত্ৰার সাংবাদিকতা ও প্রশিক্ষণে আমরা কাজ চালিয়ে যাব।
সাধারণ সম্পাদকের বক্তব্যে ইয়াকুব আল মাহমুদ সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরে বলেন, আগামী দিনে দেশ ও জাতির মঙ্গলের জন্য সাংবাদিকতাকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য একেএম মহিউদ্দিন এবং নোয়াখালী ও সোনাইমুড়ী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।