শিবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন।

- Update Time : ০৪:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১৩১ Time View
মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু পুশইনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর পৌণে ৫টার দিকে মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে পুশইন করা হয়। অত্যন্ত দূর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বাংলাদেশ ভূখন্ড থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও অপ্রাপ্ত বয়সী ১০ জন রয়েছেন। বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন- তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত হবার পর তাদের পুলিশে সোপর্দ করা হবে। পুশইনের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে গত ৩ জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন ও গত ২৭ মে ভোরে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করা হয়