বর্তমান সরকারের সাফল্য মাননীয় রেল উপদেষ্টার ১০মাসের সফলতা সচিব ডিজির ঐকান্তিক প্রচেষ্টায় রেল সেবা উন্নত হচ্ছে

- Update Time : ০৩:১৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১৫২ Time View
একেএম মহিউদ্দিন,বিশেষ প্রতিনিধি:
১) যমুনা রেল সেতুর কাজ সম্পন্ন করে ব্রিজের ওপর ডাবল লাইন চালু করা হয়েছে। এতে ব্রিজের উপর ট্রেনের গতি বৃদ্ধি পেয়েছে এবং সময় সাশ্রয় হচ্ছে। তাছাড়া কোন গতি নিয়ন্ত্রণ, লোড নিয়ন্ত্রণ ইত্যাদি প্রত্যাহার করা হয়েছে।
২) ঢাকা জয়দেবপুর, ঢাকা নরসিংদী এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন কম্পিউটার ট্রেন চালু করা হয়েছে। এছাড়া খুলনা ঢাকা এর মধ্যে পদ্মা সেতু হয়ে নবনির্মিত রেলপথে জাহানাবাদ এবং ঢাকা বেনাপোলের মধ্যে রূপসী বাংলায় ট্রেন চালু করা হয়েছে।
৩) দক্ষ রেল ব্যবস্থাপনার ফলে বিগত দুইটি ঈদে ট্রেনের কোন শিডিউল বিপর্যয় ঘটিল এবং দুর্ঘটনা লাইনচ্যুতের ঘটনাও ঘটেনি।
৪) জয়দেবপুর ঈশ্বরদী ডাবল লাইন নির্মাণের জন্য JICA এর সাথে loan Agreement স্বাক্ষরিত হয়েছে। ফলে এই অংশে শীঘ্রই ডাবল লাইন নির্মাণ কাজ সম্পন্ন হবে।
৫) চট্টগ্রাম দোহাজারী মিটারগেজ লাইনকে ডুয়েলকে যে রূপান্তর: ADB এর সহায়তায় চট্টগ্রাম হতে দুহাজারী পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র অনুমোদিত হলে কাজটি আরম্ভ হবে।
৬) কালুরঘাটে নতুন রেল কাম রোড ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন : EDCF কোরিয়ান অর্থায়নে কালুরঘাট এলাকায় বিদ্যমান পুরাতন রেল ব্রিজের উজানে একটি রেল কাম রোড ব্রীজ নির্মাণের জন্য বৃত্তি প্রস্থ স্থাপন করা হয়েছে।
৭) টিকিটের কালোবাজারি রোধ এবং শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে সকল স্টেশনে টিকিট চেকিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনলাইনে টিকিট কালোবাজার রোধে বিশেষ মনিটরিং সেল গঠন করে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে!
Start profiting from your network—sign up today! https://shorturl.fm/pyHFY