রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে আমন্ত্রিত বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে না ইউক্রেন! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাফল্য উদ্যাপনের জন্য আগামী সপ্তাহে ৮-১০ মে (তিন দিনের জন্য) যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। আগামী ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজ রয়েছে সেখানে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং কূটনীতিকেরা আমন্ত্রিত ওই অনুষ্ঠানে। কিন্তু রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ইউক্রেন। এই অবস্থায় জ়েলেনস্কির হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
