০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে প্রেমিকাকে দেখতে গিয়ে খুন, র্যাবের জালে হত্যার মূল আসামি
Reporter Name
- Update Time : ০৭:২২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮২৬ Time View
স্টাফ রিপোর্টার:,মো: আতিকুর রহমান:
রাজশাহী গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ খুন হওয়ার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৮নং আসামি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মো. কলিম (৩২), কে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রে জানা যায়, নিহত কিশোর শিহাব শেখের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়।
সেই রাতে প্রায় ৮টার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আটজন এজাহারনামীয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের পথরোধ করে। পরে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিহাবকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে শিহাব মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কলিমকে গ্রেপ্তার করে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং গণমাধ্যমেও তা ব্যাপকভাবে প্রচারিত হয়।
Tag :






















