রাজশাহী জেলার বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে তরুণদের উত্থান
- Update Time : ০৪:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৪১ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি :মোঃ আতিকুর রহমান :
রাজশাহী জেলার বাঘা উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে উঠে এসেছে একঝাঁক তরুণ সাংবাদিক। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর এস.কে ফুড ওয়ার্ল্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ সুইট, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক তন্ময় দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজের প্রতিনিধি।

নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ মাহমুদ সুইট বলেন,
“আমরা সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারবদ্ধ। দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব।”
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন বলেন,
“নতুন এই কমিটি বাঘা উপজেলার সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা যোগাবে। সাংবাদিকদের অধিকার রক্ষা ও গঠনমূলক সাংবাদিকতা চর্চায় তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি আরও যুগোপযোগী, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা

























