ভারতে খাবার বিতরণের অপরাধে মুসলমান গ্রেফতার চরম মানবতাবিরোধী অপরাধ ——-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

- Update Time : ০৪:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৭৭ Time View
ভারতের ফারুখাবাদ জেলার রায়পুর চিনহাটপুর গ্রামে বন্যা কবলিত সম্প্রদায়ের মাঝে খাবার বিতরণকারী মুসলিম সাহায্য কর্মী মোহাম্মদ শামি, তার ছেলে মোহাম্মদ সাইফ আলী এবং তালিব আলীর ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়ে তাদের গ্রেপ্তার করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী।
আজ এক বিবৃতিতে শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, মোদির রাজ্য ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা লাগিয়ে রেখে বিভিন্ন অজুহাতে মুসলিম নিধনে মরিয়া হয়ে উঠছে। একজন উগ্র হিন্দুত্ববাদী সমর্থকের অভিযোগের ভিত্তিতে পুলিশ মুসলিমদের গ্রেপ্তার করছে তার দোষ বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা। আসলে এটা কোন দোষ নয়, দোষ হলো তারা মুসলমান। ভারত যে পথে হাঁটছে, মুসলিম হত্যা ও জুলুম নির্যাতনের পথ থেকে ফিরে না আসলে ভারতকে চরম খেসারত দিতে হবে। তিনি বলেন, এর আগে পর্দানশীন মহিলাদেরকে ভারতের রাস্তায় উলঙ্গ করে নির্যাতনের ঘটনা বিশ্বব্যাপী উৎকন্ঠার জন্ম দিয়েছে।
শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, হিন্দুত্ববাদীরা মুসলিম সম্প্রদায়কে অপমান করতে ‘লাভ জিহাদ’, ‘থুথু জিহাদ’ এবং অন্যান্য ধরণের পদ্ধতিগত প্রচারণার আদলে পুরো ঘটনাটিকে ‘বিরিয়ানি জিহাদ’ হিসাবে প্রপাগাণ্ডা চালাচ্ছে। এভাবে ভারত মুসলিম বিদ্বেষে নেমেছে।
শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী আরও বলেন, হিন্দুরা ভারতে হাজার হাজার মসজিদ ও মাজার ভেঙে ফেলছে। এটা জঘন্য অপরাধ। ভারত সরকার এর কোন বিচার করছে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও তীব্র ঘৃণা জানাচ্ছি।