বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ
বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত— লায়ন গনি মিয়া বাবুল

- Update Time : ০২:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ১২৬ Time View
কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত। আমাদের দৈনন্দিন জীবনে বাংলা সন কিংবা বাংলা তারিখের ব্যবহার নেই বললেই চলে। স্কুল, অফিস, আদালত, ব্যাংক-বীমা, বিদেশ ভ্রমণের তারিখ নির্ধারণ ইত্যাদি কোন পর্যায়েই বাংলা তারিখ ব্যবহৃত হয় না। পৃথিবীর বুকে একমাত্র যে দেশের মানুষ তাদের ভাষা রক্ষার জন্যে আন্দোলন করে জীবন দিয়েছে, যে দেশে প্রতি বছর বাংলা নববর্ষ পালিত হয় জমজমাট পরিবেশে, আনন্দঘন উৎসবে। সে দেশেই বাংলা সন ও বাংলা তারিখ উপেক্ষিত! এই অবস্থায় পহেলা বৈশাখের চেতনা তথা বাঙালির সংস্কৃতি আমাদের আদালতসহ দেশের সর্বত্র চালু করা প্রয়োজন। সর্বক্ষেত্রে বাংলা ভাষা ও বাংলা তারিখ ব্যবহার করা অপরিহার্য।
কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে ১৮ এপ্রিল ( শুক্রবার) বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে আয়োজিত বৈশাখী কবিতা সন্ধ্যা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ভারতের কবি দেবনিষ্ঠা জানা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি আসাদ কাজল ও সংগঠনের উপদেষ্টা শিহাব আলম রিফাত। সংগঠনের সাহিত্য সম্পাদক কবি রলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্ধশতাধিক কবি স্বরচিত বৈশাখী কবিতা পাঠ করেন।
(প্রেস বিজ্ঞপ্তি )