০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার

Reporter Name
- Update Time : ০৪:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৮০ Time View

আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):
বাঁশখালীতে সেনাবাহিনীর একটি সফল অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) ২০২৫ইং তারিখ বিকেল পৌনে ৩টার দিকে টইটং ব্রিজ এলাকায় একটি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
sonalishopbd.com
গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা এলাকার পেঁচু মিয়ার ছেলে ইউনুস আলী এবং একই এলাকার রবিউল আলমের ছেলে মোহাম্মদ তারেক।
সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে টইটং ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে থামানোর চেষ্টা করা হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মোহাম্মদ তারেক পালানোর চেষ্টা করে এবং খালে ঝাঁপ দিলে তাকে ধাওয়া করে আটক করা হয়। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত তারেককে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তারেককে অনুসরণকারী অপর মোটরসাইকেলের আরোহী ইউনুস আলীও পালানোর চেষ্টা করে। পরে তাকেও ধাওয়া করে আটক করা হয়।
সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুজন একই মাদক চক্রের সদস্য। এই চক্রে ইউনুসের ভাই মিনহাজ এবং হাসান চৌধুরী নামে আরও দুজন জড়িত আছে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :