পঞ্চগড়ে ইট ভাটায় মোবাইল কোট পরিচালনার প্রতিবাদে বিশাল বিক্ষোপ ও স্বারকলিপি

- Update Time : ০৫:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১৪১ Time View
পঞ্চগড় প্রতিনিধি,মোখলেছুর রহমান চৌধুরী: ইট ভাটায় মোবাইল কোট,জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোপ সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।গত মঞ্চলবার দুপুরে বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে হাজার হাজার শ্রমীক দল বেধে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে,জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখান থেকে তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।এসময় উপস্থিত ছিলেন ইট ভাটা মালিক সমিতির সভাপতি বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আগামী পার্লাম্যান্ট এমপি সদস্য পঞ্চগড় -2,আলহাজ্ব সফিউল্লাহ্ (সুফি),ও ভাটা মালিক বিএনপি বোদা থানা সভাপতি মান্নান প্রফেসর, কোষাধ্যক্ষ মনো,সদস্য সম্রাট,রাজিউল ইসলাম,আহনাফ শফিউল বারী,আনোয়ার সহ সকল ইটভাটার মালিক ও শ্রমীকরা।সমাবেশে বক্তারা বলেন,ইট ভাটায় কাস্টম ভ্যাট,আয়কর,বানিজ্যিক হারে জমির খাজনা,বিএসটিআই,ফায়ার সার্ভিস লাইসেন্স,ট্রেডলাইসেন্স ও এলার্ট ফান্ড,লাইসেন্স নবায়ন পরিবেশ অধিদপ্তর সহ সম্পূর্ণ রাজস্ব ফি বাবদ সরকারি বিধি মোতাবেক যা চায় তাই দিয়ে আসিতেছি।এছাড়া ইটভাটা পরিচালনার জন্য ব্যাংক ঋন ও মোটা অংকে টাকা ধার দেনা করেছি।আর এই মধ্য সিজিনে এসময় ইটভাটা গুলো সম্পূর্ণরুপে বন্ধ করিলে আমরা মৃত্যূ ও জীবিত থাকা সমান হবে।এছাড়াও আমরা ভাটা মালিকেরা বড় ধরনের ঋনের মারাত্মক অর্থনৈতিক ঝুঁকিতে পরব মালিক ও শ্রমীকেরা।ইটভাটায় মোবাইল কোট,জরিমানা,ভাংচুর,বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।সমাবেশ শেষে সম্মানিত জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয়ের মাধ্যমে বতর্মান অন্তরবর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টাএবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টার বরাবর স্বাক্ষর লিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির নেতারা।পঞ্চগড়ের ভরসাঁ আশার প্রদ্বীপ জেলা প্রশাসক মোঃসাবেত আলী মহোদ্বয়ের মাধ্যমে পূনরায় সকল ইটভাটা চালু করার জন্য প্রার্থনা করেন সমগ্র পঞ্চগড় বাসী।
Wow! This could be one particular of the most useful blogs We’ve ever arrive across on this subject. Basically Excellent. I’m also an expert in this topic therefore I can understand your hard work.