০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর রাজনীতিতে মানবতার বিপ্লব: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর ফেরিওয়ালা জহিরুল ইসলাম কাউসার
নোয়াখালী প্রতিনিধি
- Update Time : ১২:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৫ Time View

মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি :রাজনীতির মাঠে যখন প্রচার-প্রচারণা চলে কোটি টাকার ঢাল-তলোয়ারে, তখন এক তরুণ প্রার্থী ঘরে ঘরে গিয়ে কড়া নাড়ছেন নিজের ঝোলা হাতে। কারো হাতে খাদ্যসামগ্রী, কারো হাতে বই, আর কারো চোখের পানি সান্ত্বনার ছায়া হয়ে দাঁড়ানো এক নাম জহিরুল ইসলাম কাউসার।

তিনি এখন আর শুধু প্রার্থী নন, বরং একটি আন্দোলনের নাম। এক বিকল্প রাজনীতির বার্তাবাহক। আর তার এই যাত্রার মূলে রয়েছে মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
মস্তফা হাজেরা’ শুধু ফাউন্ডেশন নয়, এটি একটি মানবিক স্বপ্ন.জহিরুল ইসলাম কাউসার যখন রাজনীতির বাইরেই ছিলেন, তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন মানুষের পাশে দাঁড়াবার। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেয় মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, যার নামকরণ করা হয়েছে তার বাবা-মায়ের নাম নুসারে।
আজ সেই ফাউন্ডেশনই হয়ে উঠেছে চাটখিল-সোনাইমুড়ীর হাজারো পরিবারের ভরসা। কেউ চিকিৎসা না পেয়ে ক্লান্ত হলে, কেউ সন্তানকে স্কুলে পাঠাতে না পারলে, কেউ একটা ঈদের জামা কিনে দিতে না পারলে তারাই এখন বলেন,
ফাউন্ডেশনে জান, কাউসার ভাই আছে।নিজ উপার্জনে গড়া সেবার সাম্রাজ্য

মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কোনো বিদেশি অনুদানে পরিচালিত নয়। নেই কোনো কর্পোরেট পৃষ্ঠপোষকতা।
এই ফাউন্ডেশনের প্রতিটি উদ্যোগ এসেছে জহিরুল ইসলাম কাউসারের নিজ পরিবারের উপার্জিত অর্থ থেকে।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
বছরের বিশেষ সময়ে দরিদ্রদের খাদ্য সহায়তা মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও বৃত্তি. নারীদের আত্মকর্মসংস্থানে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ
. তরুণদের জন্য আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শতাধিক প্রশিক্ষণার্থী ইতোমধ্যেই দক্ষতা অর্জন করেছে
ফাউন্ডেশনের নিজস্ব একটি ফ্রি এম্বুলেন্স সার্ভিস আছে। সোনাইমুড়ীর এক অটোরিকশাচালকের স্ত্রী যখন প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, তখন রাত ৩টায় ফোন করে তিনি বলেছিলেন
ভাই, এম্বুলেন্স পাইতাম না. কাউসার ভাইয়ের গাড়ি ছাড়া আমার বউটা মরেই যাইতো।এই এম্বুলেন্সটি শুধু রোগী পরিবহন নয়, বরং মানবতার এক চলন্ত প্রতীক হয়ে উঠেছে।

মোস্তফা হাজেরা আইটি ট্রেনিং সেন্টার থেকে ইতোমধ্যে ১০০ তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়ে নিজে ফ্রিল্যান্সিং শুরু করেছে। অনেকে আবার স্থানীয় বাজারে আইটি সেবা দিচ্ছে।আমার আগে কিছুই ছিল না। এখন আমি মায়ের হাত খরচ দিই। সব হয়েছে ফাউন্ডেশনের জন্য বলছে এক প্রশিক্ষণার্থী।
জহিরুল ইসলাম কাউসার বলেন আমি রাজনীতি করতে এসেছি মানুষের চোখের পানি মুছতে। মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আমার অস্ত্র, হাত পাখা আমার প্রতীক, আর মানুষের ভালোবাসা আমার শক্তি।
তিনি চান না শুধু একটি চেয়ার। তিনি চান মানুষের ঘরে ঘরে পৌঁছানো কল্যাণ।
নির্বাচিত হলে তার প্রতিশ্রুতি
প্রত্যেক ওয়ার্ডে মানবিক সহায়তা কেন্দ্র বিনামূল্যে আইটি ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রত্যেক ইউনিয়নে শিক্ষা সহায়তা ফান্ড
মাদকের বিরুদ্ধে যুবকদের নিয়ে সামাজিক প্রতিরোধ আন্দোলন
.নারী ও শিশু সুরক্ষায় সাপোর্ট সেল ও লিগ্যাল অ্যাসিস্ট্যান্স
জাতীয় মিডিয়ার চোখ এখন মোস্তফা হাজেরা ফাউন্ডেশন-এর এই ফেরিওয়ালার দিকে। কারণ তিনি প্রমাণ করেছেন সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়।
যেখানে অনেক রাজনীতিক ছবি দিয়ে সংবাদে আসেন, সেখানে জহিরুল ইসলাম কাউসার তার কাজ দিয়ে উঠে এসেছেন। এই লড়াই শুধু জয়ের জন্য নয়, ভালোবাসার জন্য
নোয়াখালী-১ আসনে রাজনীতির ইতিহাসে এখন এক নতুন অধ্যায় রচিত হচ্ছে।এই অধ্যায়ের নাম মানবতার ফেরিওয়ালা জহিরুল ইসলাম কাউসার।এই অধ্যায়ের শিরোনাম মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।আর এই অধ্যায়ের পাঠকআপনি, আমি এবং সেই হাজারো মুখ, যারা একটা পরিবর্তন চায়।
এইবার ভোট দিন একজন সেবককে, একজন নির্মাতা ও একজন আপনজনকে। ভোট দিন একজন মানবতার ফেরিওয়ালা কে ।
Tag :
























