০৯:২১ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রের খুনির বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
Reporter Name
- Update Time : ০৩:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১৭ Time View

মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত অবস্থায় এক হিফজ ছাত্রকে জবাই করে হত্যা করেছে আরেক ছাত্র। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
হত্যা ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকালে সোনাইমুড়ীর নতুন বাজার সংলগ্ন ঢাকা-নোয়াখালী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারনে এই নৃশংস হত্যাকান্ড ঘটেছে। রাতে ঘুমন্ত অবস্থায় ছাগল জবাই দেওয়া ছুরি দিয়ে ঘাতক আবু ছায়েদ পরিকল্পিত ভাবে নাজিম উদ্দিনকে খুন করেছে। হত্যার চারদিন পূর্বে খুনি সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে রাখলেও মাদ্রাসা কর্তৃপক্ষ এই বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি।
মাদ্রাসার মত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের হাতে কিভাবে পশু জবাই দেওয়া ছুরি আসলো সেই প্রশ্ন তোলেন নিহতের বাবা ওবায়েদ হোসেন।
মানববন্ধন থেকে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি অবহেলার সাথে জড়িত কর্তৃপক্ষের বিচার দাবি করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। এসময় সোনাইমুড়ীর চাষিরহাট ও নতুন বাজার এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :















