০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে বিএনপির ইফতার ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
- Update Time : ০২:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ১৪৮ Time View
মোঃ নজরুল ইসলাম,নাচোল উপজেলা সংবাদদাতা (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুধবার বিকেলে উপজেলার নাচোল ইউনিয়ন বিএনপির আয়োজনে, বিকেলে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল নাচোল ইউনিয়ন চেয়ারম্যানের শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম তিনি বলেন, আমাদের কে নির্দেশনা দেয়া হয়েছে যে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু নেতাকর্মীদের নিয়ে নয় এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে ইফতারের আয়োজন করতে হবে। জনগণ হচ্ছে আমাদের প্রধান শক্তি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা,ফ্যাসিস্টরা নষ্ট করতে চেয়েছিল। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গিয়েও জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করছে, তাই আমাদের নেতা কর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, ইউনিয়ন চেয়ারম্যানের জাকারিয়া আল- মেহরাব, নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদ ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন । এছাড়াও বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।
Tag :