০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name
- Update Time : ০২:৪২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৫৯ Time View
মোঃ নজরুল ইসলাম,নাচোল, উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানাপুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি)মনিরুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের গনইর গ্রামের কারিতাস অফিসের পাশে ওয়াক্তিয়া মসজিদের ভিতরে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নামপরিচয়হীন ব্যক্তির লাশের ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tag :
https://shorturl.fm/xlGWd
https://shorturl.fm/0oNbA
https://shorturl.fm/eAlmd
https://shorturl.fm/47rLb
https://shorturl.fm/retLL