০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় জোর পূর্বক জমি দখলের অভিযোগ

Reporter Name
- Update Time : ০৩:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ২৩৯ Time View
সালমা নরসিংদী : নরসিংদীর রায়পুরায় জোর পূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সূত্রে জানা যায় নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খানবাড়ী এলাকার মৃত মোঃ আসাদুজ্জামানের ছেলে
মোঃ নাছিমদের ক্রয় সূত্রের মালিকানাধীন জমি জোর পূর্বক দখল করার পায়তারা ও প্রানাশের হুমকি দিচ্ছে আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর এলাকার মৃত,শহিদ মুন্সীর ছেলে শফিক ও তার সন্ত্রাসী বাহিনী। হাসনাবাদ,মৌজার খতিয়ান নং আর, এস-৭৩৮, এস.এ- ৭৪৩,দাগ নং আর, এস- ২৮৩৭,৩৮, ৩৯, এস.এ- ২০৬১ নাল হালে বাড়ী পরিমাণ 8.৫০ শতাংশ জায়গার মধ্যে থাকা গাছপালা পরস্পর যোগ সাজোসে দলবদ্ধ হইয়া উক্ত গাছ পালা কাটিয়া পেশি শক্তির বলে দখল করার পায়তারায় লিপ্ত আছে। উক্ত বিভিন্ন গাছপালা কেটে প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। উক্ত বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক শালিস দরবার হলেও শফিক গং কোন ধরনের শালিস দরবার মানতে রাজি না তারা যে কোন মূল্যে জমি দখল করবে তাতে কারো প্রান নিতে হলেও নিবে এমন মনোভাব নিয়ে ১০ মার্চ ২৫ তারিখ সকাল অনুঃ ১১.৩০ ঘটিকার সময় ইউনিয়নের মির্জানগর,এলাকার মৃত, শহিদ মুন্সির ছেলে শফিক(৩৫), পেয়ার আলী মেম্বারের ছেলে সুমন(৩৩), সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন মোঃ নাছিমের মাতা হোসনায়ারা বেগম এর ক্রয় সূত্রে বৈধ মালিকানাধীন ৪.৫০ শতাংশ জায়গা পরস্পর যোগসাজোসে রামদা, ছুরি, দাও, চাইনিজ কুড়াল ইত্যাদি সহ অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির লোকদের নিয়া উক্ত জায়গাতে আসিয়া দখল করার উদ্দেশ্যে নির্মাণ কাজ করার প্রস্তুতি নিলে, মোঃ নাছিমগংরা বাধা নিষেধ করায়, শফিকের হুকুমে তার সন্ত্রাসী বাহিনী, দাও, সাবল নিয়া খুন- করার উদ্দেশ্যে আগাইয়া আসে এবং এই মর্মে হুমকী প্রদান করে যে, যদি উক্ত জায়গায় যাই, তবে আমাদের খুন করিয়া লাশ গুম করিয়া ফালাইবে। শফিক ও তার সন্ত্রাসী বাহিনীর উক্ত কর্মকান্ডে মোঃ নাছিম ও তার পরিবারের লোকজন বড় ধরনের ক্ষতির সম্মুখিন হওয়ার আতংকের মধ্যে রহিয়াছি। এই বিষয়ে মোঃ নাছিম বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে হাসনাবাদ পুলিশ ফাড়ীর ইনচার্জ নাজমুল হুদার সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়েছি অভিযোগ কারিকে ডেকে বলেদিয়েছি যেহেতু এটা জায়গাজমির বিষয় আপনারা আদালতে ব্যবস্থা নেন।
Tag :