ঝিনাইগাতীতে কুয়ায় পড়ে নিহত পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম (জর্জ)

- Update Time : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ১৪০ Time View
ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খননকালে নিহত দুই পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম (জর্জ)। ২৫ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া ও নয়া রাংটিয়া পাতার মোড় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক, এডভোকেট এরশাদ আলম (জর্জ) ওই দুই পরিবারের খোঁজখবর নেন ও নগত আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এই পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তা নয়, পরবর্তীতে অন্যান্য সহযোগিতা করার পরিকল্পনাও রয়েছে। এসময়, বাইশ গ্রামের কোচ সমাজ পরিচালনার আহ্বায়ক কমিটির প্রধান রুয়েল কোচ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: নূর মোহাম্মদ ব্যাবসায়ী সমিতির সদস্য মোঃ শুকুর আলী, নিহত পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে, তিনি পাহাড়ি এলাকার আদিবাসী জাতী গোত্রের অসহায় হতদরিদ্র মানুষের খোঁজ খবর নেন। গোমড়া গ্রামের গৃহহীন বিধবা সখিনাকে ঘর নির্মাণের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি আরও বলেন, আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে শ্রীবরদী-ঝিনাইগাতী শেরপুর-৩ আসনে এমপি পদে নির্বাচন করবেন। তাছাড়া দল জাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই নির্বাচন করবেন তিনি। উল্লেখ্য, উপজেলার শালচুড়া গ্রামের নীল মোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) তিনি পারিবারিক একটি কূপ খনন করে। ওই কূপ খনন কাজের সহযোগীতার জন্য তার সহোদর ভাইরা ভাই, নয়া রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ন কোচ (৪৫) কে সাথে নেয়া হয়। গত ১৩ এপ্রিল রবিবার বিকেলে তাদের খননকৃত ওই কূপে রিং ও প্লাস্টার কাজে নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচ একে একে নামার পর শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের দুজনেরই মৃত্যু হয়েছিল ।
Very good https://lc.cx/xjXBQT
Celaliye su kaçak tespiti Maslak’ta su kaçağını Testo termal kameralarla tespit ettiler. Çok hızlı bir çözüm sundular. https://helbigadventures.com/author/kacak/