০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে সার্ভেয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

আমিনুল ইসলাম
- Update Time : ০৩:৩৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ১৬৭ Time View
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই সার্ভেয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার অপর চাচাতো ভাইের বিরুদ্ধ। সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত সমির মল্লিকের স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী সমির মল্লিকের সাথে তার চাচাতো বাবুল মল্লিকের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে অনেক দিন থেকে। বাবুল মল্লিক সোমবার বিরোধীয় জমিতে চলাচলের পথ আটকিয়ে বেড়া দিতে গেলে সমির মল্লিক বাধা দিলে তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মো: সানি বলেন সমির মল্লিককে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত ওসি মেহেদি হাসান বলেন, নিহতের স্বজনেরা তাকে হাসপাতালে এনেছে। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা দিয়েছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। কোনো লিখিত অভিযোগ আসেনি। এ ঘটনায় তদন্ত করে
Tag :