১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে বজ্রপাতে নিহত গৃহবধূ আসমা বেগমের সন্তানের পাশে মানবতার ফেরিওয়ালা নলছিটির ইউএনও নজরুল ইসলাম

Reporter Name
- Update Time : ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ১৮৭ Time View
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে ঝড়ের সময় বজ্রপাতে নিহত গৃহবধূ আসমার বাড়িতে তার সন্তান ও স্বজনদের খোজখবর নিতে ও ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মানবতার ফেরিওয়ালা মো:নজরুল ইসলাম।
শনিবার ৩ মে’২৫ বেলা ১১টায় দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠী গ্রামের সোহরাব মাঝীর বাড়িতে যান তিনি।সোহরাব মাঝীর পুত্রবধু, মো:রুবেল মাঝীর স্ত্রী আসমা বেগম (২৫) গত পাঁচদিন আগে ২৮ এপ্রিল বিকেল ৫:৩০ এর দিকে ঝড়ের সময় বজ্রপাতে নিহত হন।
তার রেখে যাওয়া দুই শিশু সন্তান ছয় বছর বয়সের অবূঝ নাদিয়া এবং বিশ দিন বয়সের নিষ্পাপ আফিয়াকে দেখতে যান নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং নবজাতক শিশুটির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও তার বড় শিশুটির পড়ালেখার খোজখবর নেন এবং শিশুটির শিক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনওকে বাড়িতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন নিহন আসমা বেগমের মা,কোলে বিশ দিনের নাতনীকে নিয়ে কান্নায় ভেঙে পরেন তিনি।মাত্র ২৫ বছর বয়সী কন্যাকে হাড়িয়ে এবং নিষ্পাপ এ নাতনীকে নিয়ে যেনো অকূল সাগরে পরেছেন তিনি।এসময় শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন ও শিশুটির জন্য সার্বিক সহযোগিতারও করেন নলছিটি ইউএনও নজরুল ইসলাম।
Tag :