০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

গ্লোবালব্র্যান্ডস এক্সেলেন্স এওয়ার্ড অনুষ্ঠিত হলো  হোটেল রেডিসন ব্লুতে

Reporter Name
  • Update Time : ০৩:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৭ Time View

সম্প্রতি রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪’। এ আয়োজনে বিজনেস কর্পোরেট, গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের কৃতিমান ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ‌‌‌ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব মার্গুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) এম আবদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ব্র্যান্ডস এর প্রেসিডেন্ট ও সিইও এবং বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের এডভাইজার সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম। ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান কাজী নাজমুল হাসান।
অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট  অ্যাওয়ার্ড গ্রহণ করেন এসিআই গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান আনিস উদ দৌলা, রহিমআফরোজ এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, নিয়াজ রহিম ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ক্রিয়েটিভ কর্পোরেট স্টার সিইও অ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশবন্ধু গ্রুপের সিইও মো ইদ্রিসুর রহমান। এ এছাড়া আরও অনেক গুণী কর্পোরেট ব্যক্তিত্বরা অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অ্যাওয়ার্ড এ সঙ্গীত, নৃত্য ও ফ্যাশন শো আয়োজিত হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল জমকালো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুরি বোর্ডর সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও অধ্যাপক ড. মতিন রহমান, জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান, আব্দুল আজিজ।
ক্রিটিক পুরস্কার পেয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর , মানবাধিকার খবরের সম্পাদক এমডি রিয়াজ উদ্দিন , ফারজানা করিম , সৈয়দ শাবনাজ , কাজী জারা জামান প্রমুখ ।
বিনোদন জগতের ফিল্ম, ড্রামা, ওটিটি, টিভি ও চলচ্চিত্র তারকারা এই আয়জনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তানজিন তিশা ও বারিশ হক, ফ্যশন শো’তে অংশগ্রহণ করেন পিয়া জান্নাতুল সহ ফ্যাশন তারকারা । কোরিওগ্রাফার ছিলেন ইমু হাশমি । সঙ্গীত পরিবেশন করেন সাবরিনা সাবা।
এ বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘তুফান’, সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন রায়হান রাফি। দেওয়ালের দেশ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শরিফুল রাজ, প্রিয় মালতি সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবিন চৌধুরী এবং দেওয়ালের দেশে অভিনয় করে নির্বাচিত হয়েছেন শবনম বুবলী। সেরা ওটিটি পরিচালক’ হিসেবে ‘অসময়’ এবং ‘সেরা ইউটিউব ড্রামা পরিচালক’ হিসেবে ‘শেষমেশ’ নাটকের জন্য নির্বাচিত হয়েছেন কাজল আরেফিন অমি। পাশাপাশি শাকিব খান, মিশুক মণি এবং অন্যান্য শিল্পীদেরও পুরস্কৃত করা হয়।পুরস্কার বিতরণের সময় অতিথি ও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্প ও বিনোদনের মেলবন্ধন উদযাপন করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

3 thoughts on “গ্লোবালব্র্যান্ডস এক্সেলেন্স এওয়ার্ড অনুষ্ঠিত হলো  হোটেল রেডিসন ব্লুতে

  1. La veste cycliste est l’alliée des sorties fraîches, humides ou venteuses. Légère et compacte, elle se glisse facilement dans une poche arrière de maillot pour être utilisée dès que les conditions changent. Coupe-vent, déperlante et respirante, elle protège efficacement tout en évitant la surchauffe. Que vous soyez en montée de col, en descente rapide ou en pleine sortie gravel, la veste cycliste assure confort et sécurité. Disponible pour hommes et femmes, elle complète parfaitement la tenue cycliste en apportant chaleur et protection sans compromettre la liberté de mouvement.

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

গ্লোবালব্র্যান্ডস এক্সেলেন্স এওয়ার্ড অনুষ্ঠিত হলো  হোটেল রেডিসন ব্লুতে

Update Time : ০৩:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪’। এ আয়োজনে বিজনেস কর্পোরেট, গণমাধ্যম, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের কৃতিমান ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ‌‌‌ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি সাবেক চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব মার্গুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) এম আবদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ব্র্যান্ডস এর প্রেসিডেন্ট ও সিইও এবং বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের এডভাইজার সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম। ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান কাজী নাজমুল হাসান।
অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট  অ্যাওয়ার্ড গ্রহণ করেন এসিআই গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান আনিস উদ দৌলা, রহিমআফরোজ এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, নিয়াজ রহিম ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। ক্রিয়েটিভ কর্পোরেট স্টার সিইও অ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশবন্ধু গ্রুপের সিইও মো ইদ্রিসুর রহমান। এ এছাড়া আরও অনেক গুণী কর্পোরেট ব্যক্তিত্বরা অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অ্যাওয়ার্ড এ সঙ্গীত, নৃত্য ও ফ্যাশন শো আয়োজিত হয়। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল জমকালো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুরি বোর্ডর সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও অধ্যাপক ড. মতিন রহমান, জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান, আব্দুল আজিজ।
ক্রিটিক পুরস্কার পেয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর , মানবাধিকার খবরের সম্পাদক এমডি রিয়াজ উদ্দিন , ফারজানা করিম , সৈয়দ শাবনাজ , কাজী জারা জামান প্রমুখ ।
বিনোদন জগতের ফিল্ম, ড্রামা, ওটিটি, টিভি ও চলচ্চিত্র তারকারা এই আয়জনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তানজিন তিশা ও বারিশ হক, ফ্যশন শো’তে অংশগ্রহণ করেন পিয়া জান্নাতুল সহ ফ্যাশন তারকারা । কোরিওগ্রাফার ছিলেন ইমু হাশমি । সঙ্গীত পরিবেশন করেন সাবরিনা সাবা।
এ বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘তুফান’, সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন রায়হান রাফি। দেওয়ালের দেশ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শরিফুল রাজ, প্রিয় মালতি সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবিন চৌধুরী এবং দেওয়ালের দেশে অভিনয় করে নির্বাচিত হয়েছেন শবনম বুবলী। সেরা ওটিটি পরিচালক’ হিসেবে ‘অসময়’ এবং ‘সেরা ইউটিউব ড্রামা পরিচালক’ হিসেবে ‘শেষমেশ’ নাটকের জন্য নির্বাচিত হয়েছেন কাজল আরেফিন অমি। পাশাপাশি শাকিব খান, মিশুক মণি এবং অন্যান্য শিল্পীদেরও পুরস্কৃত করা হয়।পুরস্কার বিতরণের সময় অতিথি ও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্প ও বিনোদনের মেলবন্ধন উদযাপন করেন।