কামরাব বাজারে গরু হাটের ইজারা নিলেও স্কুল মাঠে গরুর বাজার ;দেখার কেউ নাই!

- Update Time : ০৮:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৩৫২ Time View
আবুনাঈম রিপন: নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে ঈদ উল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট কামরাব বাজারে ইজারা দেওয়া হলেও ইজারদার প্রভাব খাটিয়ে, আইন অমান্য করে কামরাব উচ্চ বিদ্যালয় মাঠে বসিয়েছেন। ২ জুন সোমবার বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো হয়েছে।আবার ৫ জুন বৃহস্পতিবার বসানো হবে। এ ব্যাপারে কামরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান জানান ইজারাদার ইউএনও স্যারের কাছ থেকে দরখাস্ত দিয়ে অনুমতি নিয়ে বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসিয়েছেন।আমি তো আর বাধা দিতে পারিনা।তারপরও বিদ্যালয়ের সভাপতিকে বিষয়টি জানিয়েছি। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, কামরাব বাজারে অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। বিদ্যালয় মাঠে হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। ইজারাদার যদি বিদ্যালয় মাঠে পশুর হাট বসিয়ে থাকেন তা আইনত অপরাধ। আমি বিষয়টি এই মাত্র শুনেছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।# নিচের গতকাল সোমবার বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর ছবি