অবরুদ্ধ এনসিপি নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন গোপালগঞ্জের ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই ——-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

- Update Time : ০৮:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৪৫ Time View

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী গোপালগঞ্জে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরদের প্রকাশ্যে হামলা ও মঞ্চ জ্বালিয়ে দেয়ার মত ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সরাসরি হামলায় জড়িত হলো কীভাবে? প্রশাসন এর দায়ভার নিতে হবে এবং অবরুদ্ধ নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের উদ্ধার করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় আমরা চরম উদ্বিগ্ন ও ব্যথিত। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃবৃন্দের রাজনৈতিক সংগঠন এনসিপি জুলাই জুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে। সর্বত্র তারা জনগণের উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে তারা গোপালগঞ্জে গিয়েছে। তাদের সাথে আজকে গোপালগঞ্জে যা হয়েছে তা লজ্জাজনক। একইসাথে প্রশাসনের ব্যর্থতাও বটে। প্রশাসনে এখনও ফ্যাসিবাদ আওয়ামী দোসররা সক্রিয়।
শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু না হওয়ায় এবং সংস্কার প্রলম্বিত হওয়ায় ফ্যাসিবাদরা শক্তি সঞ্চয় করছে দেশের জনগণের বিরুদ্ধে। অবিলম্বে গোপালগঞ্জের সন্ত্রাসীদের গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সেইসাথে ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দাতাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।
Earn up to 40% commission per sale—join our affiliate program now! https://shorturl.fm/tpE24