রাজধানীর যাত্রাবাড়ীতে আল কুরআন একাডেমির ইফতার অনুষ্ঠান

- Update Time : ০১:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ১৩২ Time View
কুরআনের চর্চা করে সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে হবে : হাফেজ মাও তাজ উদ্দিন
রাজধানীর যাত্রাবাড়ীতে কালচারাল একাডেমি পরিচালিত প্রতিষ্ঠান আল কুরআন একাডেমিতে (১৫ মার্চ ২০২৫) শনিবার ১৪ রমজান দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হল। কালচারাল একাডেমি ঢাকা ও আল কুরআন একাডেমি যাত্রাবাড়ীর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী ৫০নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ফুলকুঁড়ি হাই স্কুলের সভাপতি হাফেজ মাওলানা তাজ উদ্দিন সরদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাঈদুর রহমান, মো. মিজানুর রহমান, আল কুরআন একাডেমির অধ্যক্ষ ক্বারী মাওলানা আবুল হাসান, কালচারাল একাডেমির পরিচালক আফরাহিম রহমান বাবুল, আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী গান গজল পরিবেশিত হয়। ইফতার অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। কুরআন চর্চা ও সঠিকভাবে শেখার জন্য অত্র প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের প্রেরণের কথা বলেন।
রমজানের পবিত্রতা ও ইফতারের আনন্দ একসঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে এই আয়োজন এক অনন্য মানবিক ও আত্মিক অভিজ্ঞতায় পরিণত হয়। রাজধানীর কালচারাল একাডেমিসহ যাত্রাবাড়ীর বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত বিশিষ্টজনেরা আয়োজনে শামিল হন।