গোদাগাড়ীর দেওপাড়ায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ৭৯ Time View

স্টাফ রিপোর্টার ,মোঃ আতিকুর রহমান:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামদহ গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে সংযোজন করা যাবে) আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন।
উঠান বৈঠকে তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির ৩১ দফা রূপরেখা হচ্ছে একটি নতুন দিগন্ত। এই রূপরেখার মাধ্যমে আমরা একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও আহ্বান জানান, তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করে যাবেন।
প্রচারণা কার্যক্রমের মাধ্যমে ৫২ রাজশাহী-১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই (টুনু), সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক যুবদল সম্পাদক নাসির উদ্দিন (বাবু), সাবেক মেয়র আনারুল চৌধুরীসহ , রাজশাহী জেলা যুগ্ন আরবায়ক ,স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে জামদহ গ্রামের বিপুলসংখ্যক আদিবাসী ও সাধারণ জনগণ উপস্থিত থেকে ধানের শীষের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
আলোচনা শেষে দলীয় স্লোগানে মুখরিত হয়ে বৈঠক সমাপ্ত হয়।















