চাঁপাইনবাবগঞ্জে ইনভিটেন্ড মোরাল একাডেমির প্রীতি ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০১:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৯ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ইনলাইটেন্ট মুরাল একাডেমি ভবন চত্বরে ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০.০০টায় কোরআন পাঠের শুভ উদ্বোধন,কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ সভাপতি অধ্যক্ষ মোহাঃ আবুল কালাম আজাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠনের কাজ আরম্ভ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ নূহ্। তিনি উপস্থিত কৃতি ও সাধারণ ছাত্র- ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন পরিবারে বাবা মা বিশেষ করে মা, ছাত্র-ছাত্রী নিজে ও প্রতিষ্ঠানের সমন্বয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন করা সম্ভব। এই যান্ত্রিক যুগে বেশি মেশিনারির ব্যবহার বিশেষ করে মোবাইলের ব্যবহার বাড়িতে বাবা-মাকে কমাতে হবে । সেই সাথে ছাত্র-ছাত্রীদের নিজে পরিশ্রম করে পড়াশোনায় বেশি আগ্রহী হতে হবে। পরিশ্রম করে যোগ্য প্রমাণ করতে হবে এবং মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় তথ্য জানতে নতুন কিছু শিখতে তারা যে সমস্যার সম্মুখীন হলে তা জানতে -মুক্ত হতে মোবাইল ব্যবহার করতে পারবে তবে প্রয়োজনের সময় ব্যবহার করবে। তবে নেশাগ্রস্ত হতে পারবে না।যে নিজেকে পৃথিবীতে পরিশ্রমের মাধ্যমে যোগ্য প্রমাণ করতে পেরেছে সে পৃথিবীতে টিকে আছে টিকে থাকবে। যারা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে না তারা একদিন কালের গর্ভে হারিয়ে যাবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি রানীহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাশার চুনাখালি এনায়েতুল্লাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ইসাহক বিন আব্দুল গফুর ও কৃতি শিক্ষার্থীরা। অনুষ্ঠান চলাকালীন সময়ে মাঝে মধ্যে শিশু শিক্ষার্থীদের ইসলামি গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
























