০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সাংবাদিক সংগঠন প্রেস ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ
Reporter Name
- Update Time : ০২:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১০২ Time View
আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে “শিক্ষার আলো, সবুজের হাতছানি,গড়বো মোরা সুন্দর আগামী” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলার সাংবাদিক সংগঠন নরসিংদী প্রেস ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি পালন করেছেন। পর্যায়ক্রমে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এম.এইচ প্রতিবন্ধী বিদ্যালয় এবং ১২০নং করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ফোরাম সাংবাদিক সংগঠন এর সভাপতি খন্দকার আমির হোসেন,সিনিয়র সহ সভাপতি শান্ত বণিক,সহ-সভাপতি মোস্তফা খান,সাধারণ সম্পাদক হারুনূর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,কোষাধ্যক্ষ এস.এম. শরীফ,সম্মানিত সদস্য আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এ সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দঘন পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা এমন আয়োজন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অভিভাবকগন বলেন এই উপহার শিক্ষার্থীদের পড়াশোনা ও পরিবেশ দুটোকেই ভালোবাসতে শিখিয়েছেন। এমন আয়োজন করার কারণে আয়োজক সাংবাদিকদের কে ধন্যবাদ জানাচ্ছি । এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করবে।সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক বলেন,শিক্ষা ও পরিবেশ দুটোই একটি সুন্দর সমাজ গঠনের প্রধান ভিত্তি। সাংবাদিক সংগঠন প্রেস ফোরামের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।সহ সভাপতি মোস্তফা খান বলেন,গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। আমরা চাই,প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগান।যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন বলেন, আমরা বিশ্বাস করি,সচেতন শিক্ষার্থীই দিনের সবুজ বাংলাদেশ গড়বে। তাই উদ্ভুদ্ধ করনে এই উদ্যোগ। এটাই নরসিংদীর সাংবাদিক সংগঠন প্রেস ফোরামের পরিচয়।সাধারণ সম্পাদক হারুনূর রশিদ বলেন, আমরা শুধু সংবাদ সংগ্রহ করি না,সমাজের জন্য ইতিবাচক কাজেও অংশ গ্রহণ করে থাকি।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সাংবাদিক সংগঠন প্রেস ফোরাম এর সদস্য বৃন্দ।
Tag :


























