০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়পুরায় ‘ধানের শীষ’ ঘিরে রাজনৈতিক ভূমিকম্প, কেন্দ্রীয় নেতার বিপরীতে তৃণমূল!
Reporter Name
- Update Time : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ২৯ Time View

রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় বিএনপিতে শুরু হয়েছে তীব্র আলোচনা–সমালোচনা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন দেওয়া হলে, তা ছিনিয়ে নেওয়া হবে — এমন হুঁশিয়ারি এসেছে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে।
সোমবার বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় উঠে আসে এই বক্তব্য।
বক্তারা অভিযোগ করেন, বকুল দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ছিলেন না, বরং তিনি দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করছেন। দলের দুঃসময়ে আওয়ামীলীগের সাথে আত আত করে চলেছেন।
তৃণমূলের দাবি- দুঃসময়ের ত্যাগী ও যোগ্য নেতাদেরই এবার প্রাধান্য দিতে হবে।
সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ হোসেন নাহিদ মোল্লা এবং জেলা ও উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
Tag :

























