০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চাঁদপুর বি.বাড়িয়া কিশোরগঞ্জ জোনে নরসিংদী চ্যাম্পিয়ন
Reporter Name
- Update Time : ০৫:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৮১ Time View

গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি : তারুণ্যের উৎসব -২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪ টি জেলায় ফুটবল খেলায় নরসিংদী জেলা একাদশ চাঁদপুর জেলা একাদশ ও বি.বাড়িয়া জেলা একাদশকে হারিয়ে চাঁদপুর বি. বাড়িয়া ও কিশোরগঞ্জ জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১২ অক্টোবর নরসিংদী স্টেডিয়ামে নরসিংদী বনাম চাঁদপুর জেলার দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় নরসিংদী জেলা একাদশ ৩-১ গোলে জয় লাভ করে। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে নরসিংদী জেলার পক্ষে ১২ নং জার্সি পরিহিত খেলোয়াড় সবুজের গোলে নরসিংদী গোলের খাতা খোলেন। তারপর প্রথমার্ধের শেষ সময়ে ৪৪ মিনিটে নরসিংদীর পক্ষে ২য় গোলটি ১৩ নং জার্সি পরিহিত খেলোয়াড় নজরুল ইসলাম সম্রাট। খেলার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে নরসিংদীর পক্ষে ৩য় গোলটি করেন ১২ নং খেলোয়াড় সবুজ। ফলে সবুজ ২ গোলটি করেন। এর ৫ মিনিটের ব্যবধানে পেলান্টির সুযোগ পেয়ে চাঁদপুর একটি গোল পরিশোধ করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ সামসুজ্জামান । অনুষ্ঠান সঞ্চালনায় জেলা ক্রীড়া সংস্থার সদস্য আওলাদ হোসেন মোল্লা। নরসিংদী দলের খেলোয়াড়ঃ জাভেদ খান (দলনেতা), রাকিবুল আলম, আমির হোসেন, কনক চন্দ্র দাস, আলিম উদ্দিন, মাসুম বিল্লাহ, সবুজ মিয়া ২ গোল, নজরুল ইসলাম সম্রাট ১ গোল, দিপু মিয়া, আরিফুল ইসলাম, (অতিরিক্ত) কবির হোসাইন, আসাদ খান ও তাজুল ইসলাম। চাঁদপুর দলের খেলোয়াড়ঃ সাইফ রহমান (দলনেতা), সাকিব হোসাইন, রহিম গাজী, নাজমুল হোসেন, আবদুল্লাহ পাঠান, জুবায়ের আহমেদ,হৃদয় মিজি, ইউসুফ ব্যাপারী,ওমর সানী, তরুন হরিজন, (অতিরিক্ত) জাহাঙ্গীর গাজী, ইয়ামিন শেখ ১ গোল, আমিন মোল্লা ও শম্ভু। রেফারীঃ বিটু রাজ বড়ুয়া সহ শফিকুল ইসলাম , শরীফুল আলম। অতিরিক্ত রেফারী আবুল কালাম রুমন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী স্টেডিয়ামে বছরজুড়ে নানান রকম খেলাধুলা চলবে। যুব সমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখলে মাদক থেকে দূরে থাকবে। তিনি বলেন, খেলায় জয় পরাজয় আছেই।স্বাগতিক দল ও চাঁদপুর দলকে পরিচ্ছন্ন ফুলবল খেলার আহবান জানান।
Tag :

























