০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মুখে চুল ঢুকিয়ে হত্যার চেষ্টা;
Reporter Name
- Update Time : ০৩:৪২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১০৪ Time View

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মুখে চুল ঢুকিয়ে হত্যার চেষ্টা;
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. জসিমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে পলাতক জসিমকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ভিকটিম নিঃসন্তান। তার স্বামী ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং কাজের জন্য সপ্তাহে একদিন মাত্র বাড়িতে ফিরতেন। গৃহবধূ তার পালিত কন্যাসন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন। গত ১৭ সেপ্টেম্বর রাতে এই সুযোগে জসিম ও তার এক সহযোগী সিঁধ কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে।
এরপর গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। এ সময় জসিম গৃহবধূর মুখ চেপে ধরলে তিনি জসিমকে চিনতে পারেন। এরপর জসিম ভিকটিমের মুখে চুল ঢুকিয়ে দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি জসিম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

























