গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি ও গোগ্রাম ফুটবল টুর্নামেন্টে বিএনপি নেতা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের উপস্থিতি
- Update Time : ০৩:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৪২ Time View

মোঃ আতিকুর রহমান : রাজশাহীর গোদাগাড়ীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসবে সনাতনী ভক্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গোদাগাড়ী-তানোর ধানের শীষের সম্ভাব্য এমপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশ নেন তিনি।
তিরোভাব তিথি উৎসবে অংশগ্রহণ
ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন।
তিনি বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য সমান মর্যাদার দেশ। সনাতনী সমাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা সব সময়ই থাকবে।
গোগ্রাম ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি একই দিনে বিকেলে অনুষ্ঠিত হয় গোগ্রাম ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন।
তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন,খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়
জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ফুটবলপ্রেমী দর্শক ও গণমাধ্যমকর্মীরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ তৈরি হচ্ছে।

























