০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সোনাইমুড়ীতে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত আট

Reporter Name
  • Update Time : ০২:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪৭ Time View
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধ
দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের  সাবেক সভাপতি  মোশারফ হোসেন সুমন ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় হামলার প্রধান অভিযুক্তকে হাতেনাতে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ একটি ছুরি ও ‘সেভ ইস্টিক’ নামক একটি লাঠি উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের কিছু আগে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গোলালের বাড়ির পাশে।
আহত সাংবাদিক মোশারফ হোসেন সুমন ঢাকা থেকে প্রকাশিত ‘ডেইলি প্রেজেন্ট টাইমস’ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এই ঘটনায় তিনি শনিবার (১১ অক্টোবর) সকালে সোনাইমুড়ী থানায় প্রধান অভিযুক্ত আহছান বিল্লাহ সবুজসহ ৩-৪ জনের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং অজানা) দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামের সাংবাদিক মোশারফ হোসেন সুমন বর্তমানে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার মোস্তফার পোল এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ১৩ই মে ২০২৪ ইং তারিখে সন্ধ্যায় উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের সালা উদ্দিন ভূঁইয়ার পুত্র আহছান বিল্লাহ সবুজ (৩৫) সহ ৩-৪ জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে সুমনের ভাড়া বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
সর্বশেষ, শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের সময় সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বারাহিনগর গোলালের বাড়ির পাশে ওই সাংবাদিককে একা পেয়ে আহছান বিল্লাহ সবুজ তার কয়েকজন সহযোগী নিয়ে গতিরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। পরে ধারালো ছুরি নিয়ে হত্যার চেষ্টা করলে স্থানীয়রা এসে তাঁকে রক্ষা করেন।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান ঘটনাস্থলে গিয়ে হামলাকারী আহছান বিল্লাহ সবুজকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল (নোয়াখালী – ল ১১-৮৯১৫), মোবাইল ফোন, একটি ছুরি ও ‘সেভ ইস্টিক’ নামক একটি লাঠি উদ্ধার করা হয়। স্থানীয় সাংবাদিকরা ভুক্তভোগীকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত সাংবাদিক মোশারফ হোসেন সুমন জানান, চিহ্নিত সন্ত্রাসী আহছান বিল্লাহ সবুজ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি অভিযোগ করেন, সবুজ বিগত ৫ আগস্টের পর থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করেছিল। এখন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, হামলার পরপরই স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় প্রধান অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে হাজতে পাঠানো হয়েছে।
সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী কথার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী লিটন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম এবং সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর। তাঁরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

সোনাইমুড়ীতে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত আট

Update Time : ০২:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধ
দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের  সাবেক সভাপতি  মোশারফ হোসেন সুমন ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় হামলার প্রধান অভিযুক্তকে হাতেনাতে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ একটি ছুরি ও ‘সেভ ইস্টিক’ নামক একটি লাঠি উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের কিছু আগে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গোলালের বাড়ির পাশে।
আহত সাংবাদিক মোশারফ হোসেন সুমন ঢাকা থেকে প্রকাশিত ‘ডেইলি প্রেজেন্ট টাইমস’ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এই ঘটনায় তিনি শনিবার (১১ অক্টোবর) সকালে সোনাইমুড়ী থানায় প্রধান অভিযুক্ত আহছান বিল্লাহ সবুজসহ ৩-৪ জনের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং অজানা) দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামের সাংবাদিক মোশারফ হোসেন সুমন বর্তমানে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার মোস্তফার পোল এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ১৩ই মে ২০২৪ ইং তারিখে সন্ধ্যায় উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের সালা উদ্দিন ভূঁইয়ার পুত্র আহছান বিল্লাহ সবুজ (৩৫) সহ ৩-৪ জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে সুমনের ভাড়া বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
সর্বশেষ, শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের সময় সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বারাহিনগর গোলালের বাড়ির পাশে ওই সাংবাদিককে একা পেয়ে আহছান বিল্লাহ সবুজ তার কয়েকজন সহযোগী নিয়ে গতিরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। পরে ধারালো ছুরি নিয়ে হত্যার চেষ্টা করলে স্থানীয়রা এসে তাঁকে রক্ষা করেন।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান ঘটনাস্থলে গিয়ে হামলাকারী আহছান বিল্লাহ সবুজকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল (নোয়াখালী – ল ১১-৮৯১৫), মোবাইল ফোন, একটি ছুরি ও ‘সেভ ইস্টিক’ নামক একটি লাঠি উদ্ধার করা হয়। স্থানীয় সাংবাদিকরা ভুক্তভোগীকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত সাংবাদিক মোশারফ হোসেন সুমন জানান, চিহ্নিত সন্ত্রাসী আহছান বিল্লাহ সবুজ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি অভিযোগ করেন, সবুজ বিগত ৫ আগস্টের পর থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করেছিল। এখন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, হামলার পরপরই স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় প্রধান অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে হাজতে পাঠানো হয়েছে।
সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী কথার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী লিটন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম এবং সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর। তাঁরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।