০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধীয় জমিতে খুপড়ি ঘর তোলার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা
Reporter Name
- Update Time : ১২:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ২৯ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পক্ষ মোঃ আব্দুল খালেক মাস্টার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে উল্লেখ করা হয়, বাদী মোঃ আব্দুল খালেক মাস্টার নিজ গালুয়া গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের পুত্র। তিনি জানান, বিবাদী মাওঃ মোজাদ্দেদ তালুকদার (৪৫), আব্দুল মোতালেব তালুকদার (৪৮), মোঃ ফয়সাল ও মোঃ জালালসহ কয়েকজন তাঁর দখলীয় ৩২৫ নং দাগের জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর-দরজা উত্তোলন করেছেন। বাদীর দাবি, উক্ত জমি তাঁর নামে আদালতে চলমান বাটোয়ারা মামলার অন্তর্ভুক্ত এবং সেখানে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবুও বিবাদীরা গত ১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে তাঁর বাড়ির বাউন্ডারির বেড়া ভেঙে নতুনভাবে ঘর নির্মাণের চেষ্টা চালায়। আব্দুল খালেক মাস্টার অভিযোগে আরও জানান, তিনি উক্ত জমিতে বহু বছর আগে বিল্ডিং নির্মাণসহ পুকুরের ঘাটলা ও বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করেছেন। মোতালেম তালুকদারকে তার পিতা আব্দুল হক তালুকদার অংশ হিসেবে অন্য স্থান থেকে জমি দিয়ে গেছে,

সেখানে তিনি গাছ রোপন করে ভোগদখলে থাকেন এবং তার শ^শুরবাড়িতে তিনি ভবন নির্মান করে বসবাস করে আসছে। আব্দুল মোতালেব তার সেই অংশের জমিতে রোপনকৃত গাছ বিক্রি করে নতুন করে গাছ রোপন করেছেন। স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্দনে জমি দখলের পায়তারার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে। অভিযুক্ত আব্দুল মোতালেব তালুকদার দাবি করেন, তার থাকার জায়গা নেই, এ কারনে ওখানে থাকা জন্য প্রস্তুতি নিচ্ছেন। নি¤œ আদালত মামলা স্থপিত করে উচ্চ আদালতের ভাটোয়ারা মামলায় এখানে ঘর উত্তোলন করতে বা থাকার জন্য বলেনি। পুলিশ জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
























