০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালীর সাধনপুরে পুলিশ ক্যাম্প পরিদর্শন, শিগগিরই আসছে পুলিশ
Reporter Name
- Update Time : ১০:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৭ Time View

আনিছুর রহমান
নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম:
চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শনে এলেন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা। পরিদর্শনে ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এবং রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি।
গত ৫ আগস্টের পর থেকে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, যার কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসেন।
এই পরিদর্শনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পুলিশ ফাঁড়িতে নতুন করে পুলিশ সংযুক্ত করা হবে, যা এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
এলাকার এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে আন্তরিক সহায়তার জন্য চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ মোহাম্মদ এজাজ, এবং স্থানীয় সমাজকর্মী বাদল শীল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাঁদের প্রচেষ্টাতেই এই সমস্যার দ্রুত সমাধান হতে চলেছে।
Tag :
























