০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
- Update Time : ১১:১৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৮ Time View

মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডিতে তার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে পিন্টুকে আটক করে।
ওসি কামরুল ইসলাম আরও জানান, ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই আব্দুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে ছিলেন। এরপর থেকে তাকে খুঁজছিল পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে নোয়াখালীতে নিয়ে আসা হবে।
গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াদুদ পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
Tag :
























