০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিস সংযোগ নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর তানোরে পুলিশের ওপর আক্রমন
গোদাগাড়ী উপজেলাপ্রতিনিধি
- Update Time : ০৬:২১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১০২ Time View
গোদাগাড়ী, রাজশাহী প্রতিনিধি:

তানোরে টিভি নেটওয়ার্ক দ্বন্দ্বে পুলিশের ওপর হামলায় মামলা, জুবায়ের জেলহাজতে টিভি নেটওয়ার্ক (ডিস) সংযোগ নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর তানোরে পুলিশের ওপর আক্রমনের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশের এএসআই রুহুল আমীন বাদি হয়ে মামলটি দায়ের করেন। মামলার প্রেক্ষিতে জুবায়ের আলী (৩৮) নামের একব্যক্তিকে আটক করে শনিবার ২০ সেপ্টেম্বর সকালে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানার ওসি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। ওই মামলায় আরও অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামী দেখনো হয়েছে। আটক জুবায়ের আলীর বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়। তার পিতার নাম মো. এনতাজ আলী। তিনি সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের কর্মচারী। এছাড়াও তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কন্দপুর গ্রামের বাসিন্দা মো. আহাদ বঙ্রে পুত্র মোকলেছ আলী (৪০) ময়না কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি কলমা ইউপির কৃষকদলের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। সেখানে দিব্যস্থল গ্রামের মুসতাকিন মিজানুর রহমান মিজানের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা করেন তিনি। এঅবস্থায় ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে মোকলেছ ও মুসতাকিনের মধ্যে ডিস নেট সংযোগ বিছিন্ন করার প্রতিযোগিতা শুরু হয়। এহেন প্রেক্ষাপটে গেলো ১৫ সেপ্টেম্বর সোমবার বিরোধ সৃষ্টি হয়। ফলে জুবায়ের থানায় অভিযোগ দেন। অভিযোগের সূত্র ধরে থানার ওসি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বৃহস্পতিবার কাউন্টার অভিযোগ দেন মোকলেছ আলী। উভয়পক্ষের এমন অভিযোগ সুরহার লক্ষ্যে এএসআই রুহুল আমীনকে দায়িত্ব দেয়া হয়। সেই আলোকে শুক্রবার বসার দিন ধার্য্য ছিল। ধার্য্য দিন সকালে মোকলেছ তার লোকজন নিয়ে থানা গেটের সামনে হাজির হলে জুবায়ের তার লোকজন নিয়ে ‘মব’ সৃস্টি করে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

করার চেষ্টার সময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে আহত হন এসআই আনোয়ার হোসেন ও এএসআই রুহুল আমীন। পরে ঘটনাস্থল থেকে জুবায়ের, ইলিয়াস ও জাকিরকে আটক করে পুলিশ। তবে, সেখানে পুলিশের উপর চাপ সৃষ্টি করে মিজান, ইলিয়াস ও জাকিরকে ছাড়িয়ে নেয়। কিন্তু জুবায়েরকে তখন ছাড়েনি পুলিশ। এঘটনায় আহত এএসআই রুহুল আমীন তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেদ প্রাথমিক চিকিৎসা নেন। কৃষকদলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধনের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হলে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের কর্মচারী জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃস্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে উল্টো পুলিশের ওপর হামলা চালানো হয়। তবে, এনিয়ে বিএনপি থেকে বহিস্কৃত নেতা মিজানুর রহমান মিজান ও মুসতাকিনের মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি। এব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে আটক জুবায়েরকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয় বলে জানান তিনি ।
Tag :























