০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
- Update Time : ১২:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮১ Time View
মো.সাগর আলী ,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি : আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা বাহিনী, পৌর প্রশাসক , উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা এ বছরের পূজা উদযাপনে নানা চ্যালেঞ্জ ও প্রস্তাবনা তুলে ধরেন। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, শৃঙ্খলা বজায় রাখা ও স্বেচ্ছাসেবক নিয়োজিত করার নির্দেশ দেন।তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে দেওয়ানগঞ্জ অনন্য। এই সহাবস্থান বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়া সভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজব প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান জানান, পূজা মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে এবং পুলিশ টহল জোরদার করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে পৌর এলাকায় একটি কন্ট্রোল রুম খোলা হবে, যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।
Tag :

























