০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পলাশের ডাংগা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭ Time View

বিল্লাল হোসেন পলাশ নরসিংদী প্রতিনিধিঃ

শনিবার  ৬ সেপ্টেম্বর সকাল থেকে নরসিংদী জেলার পলাশ  উপজেলার ডাংগায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ডাংগা ইউনিয়ন শাখার  সভাপতি মোঃ আমিনুল ইসলাম চিসতি এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন  মাওঃ মোঃ আব্দুল্লাহ বিন আজাদী, এ-সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদে মিলাদুন্নবী পলাশ  উপজেলার উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ। পলাশ থানা বিএনপির সহ সভাপতি হাজী সফিকুল ইসলাম স্বপন, মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল আবেদী, সভাপতি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, কালীগঞ্জ, গাজীপুর।

উদযাপন কমিটির  সাধারন সম্পাদক,মাওঃ তানভির আহমেদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  মাওঃ মফিজ উদ্দিন আজাদী সহ বিভিন্ন দরবারের বক্ত বৃন্দ উপস্থিত ছিলেন,

এসময় বক্তব্য’রা বলেন মানব ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ঈদে মিল্লাদুন্নবী। এ দিন এমন এক মহামানবের আবির্ভাবের দিন, যে কোনো বিচারেই যাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কারোর আবির্ভাব ঘটেনি এই পৃথিবীগ্রহে। যাঁর প্রভাব তাঁর কর্মকালে, জীবদ্দশায় যেমন তৎকালীন দুনিয়া অনুভব করেছে তেমনি ১৫শ’ বছর পরেও বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে। কেয়ামত পর্যন্ত সম গুরুত্বের সঙ্গে তা অনুভূত হতে থাকবে। যুগের পরিবর্তন হয়, কালের বিবর্তন ঘটে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চাহিদার ধরন বদলায়, নব নব সমস্যার উদ্ভব হয়, তা সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়, কাল যা অপরিহার্য ছিল আজ তার উপযোগিতা নিঃশেষ হয়ে যায় কিন্তু এমন এক মহামানব যিনি কখনো পুরাতন হন না, যাঁর আবেদন কখনো নিঃশেষ হয় না, যাঁর প্রয়োজন কখনো ফুরায় না, যিনি স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে; চিন্তায়, কর্মে, অনুভবে, বিশ্বাসে, সর্বত্র-সর্বব্যাপী সকল ক্ষেত্রে যাঁর উপস্থিতি, প্রয়োজনীয়তা অনুভূত হয়; অপরিহার্য, অনিবার্য হয়ে যিনি সতত বিরাজ করেন; কী দর্শনে, কী বিজ্ঞানে, কী সাহিত্যে, কী কলায়, কী ইবাদত-বন্দেগীতে, ব্যষ্টি থেকে সমষ্টিতে, ব্যক্তি পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, সেখানে থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যাঁর উপস্থিতি চেতনে-অচেতনে সমভাবে অনুভূত, প্রত্যাশিত, কাংক্ষিত- তিনি সৃষ্টির শ্রেষ্ঠতম, সুন্দরতম, মহোত্তম, মাহবুবে খোদা, রাহমাতুল্লিল আলামীন, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন যুগ-বিজয়ী, কাল-বিজয়ী, মহাবিজয়ী, বিশ্ববিজয়ী, এমন পরিপূর্ণ, এমন সর্বগুণের আকর এই পৃথিবীগ্রহে আর কেউ আসেননি, তাঁর সমকক্ষ আর কেউ হননি, ভবিষ্যতেও কেউ হবেন না

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পলাশ উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

পলাশের ডাংগা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Update Time : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

বিল্লাল হোসেন পলাশ নরসিংদী প্রতিনিধিঃ

শনিবার  ৬ সেপ্টেম্বর সকাল থেকে নরসিংদী জেলার পলাশ  উপজেলার ডাংগায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ডাংগা ইউনিয়ন শাখার  সভাপতি মোঃ আমিনুল ইসলাম চিসতি এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন  মাওঃ মোঃ আব্দুল্লাহ বিন আজাদী, এ-সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদে মিলাদুন্নবী পলাশ  উপজেলার উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ। পলাশ থানা বিএনপির সহ সভাপতি হাজী সফিকুল ইসলাম স্বপন, মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান আল আবেদী, সভাপতি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, কালীগঞ্জ, গাজীপুর।

উদযাপন কমিটির  সাধারন সম্পাদক,মাওঃ তানভির আহমেদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  মাওঃ মফিজ উদ্দিন আজাদী সহ বিভিন্ন দরবারের বক্ত বৃন্দ উপস্থিত ছিলেন,

এসময় বক্তব্য’রা বলেন মানব ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ঈদে মিল্লাদুন্নবী। এ দিন এমন এক মহামানবের আবির্ভাবের দিন, যে কোনো বিচারেই যাঁর চেয়ে শ্রেষ্ঠ আর কারোর আবির্ভাব ঘটেনি এই পৃথিবীগ্রহে। যাঁর প্রভাব তাঁর কর্মকালে, জীবদ্দশায় যেমন তৎকালীন দুনিয়া অনুভব করেছে তেমনি ১৫শ’ বছর পরেও বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে। কেয়ামত পর্যন্ত সম গুরুত্বের সঙ্গে তা অনুভূত হতে থাকবে। যুগের পরিবর্তন হয়, কালের বিবর্তন ঘটে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চাহিদার ধরন বদলায়, নব নব সমস্যার উদ্ভব হয়, তা সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়, কাল যা অপরিহার্য ছিল আজ তার উপযোগিতা নিঃশেষ হয়ে যায় কিন্তু এমন এক মহামানব যিনি কখনো পুরাতন হন না, যাঁর আবেদন কখনো নিঃশেষ হয় না, যাঁর প্রয়োজন কখনো ফুরায় না, যিনি স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে; চিন্তায়, কর্মে, অনুভবে, বিশ্বাসে, সর্বত্র-সর্বব্যাপী সকল ক্ষেত্রে যাঁর উপস্থিতি, প্রয়োজনীয়তা অনুভূত হয়; অপরিহার্য, অনিবার্য হয়ে যিনি সতত বিরাজ করেন; কী দর্শনে, কী বিজ্ঞানে, কী সাহিত্যে, কী কলায়, কী ইবাদত-বন্দেগীতে, ব্যষ্টি থেকে সমষ্টিতে, ব্যক্তি পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, সেখানে থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যাঁর উপস্থিতি চেতনে-অচেতনে সমভাবে অনুভূত, প্রত্যাশিত, কাংক্ষিত- তিনি সৃষ্টির শ্রেষ্ঠতম, সুন্দরতম, মহোত্তম, মাহবুবে খোদা, রাহমাতুল্লিল আলামীন, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন যুগ-বিজয়ী, কাল-বিজয়ী, মহাবিজয়ী, বিশ্ববিজয়ী, এমন পরিপূর্ণ, এমন সর্বগুণের আকর এই পৃথিবীগ্রহে আর কেউ আসেননি, তাঁর সমকক্ষ আর কেউ হননি, ভবিষ্যতেও কেউ হবেন না

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পলাশ উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আল্লামা বেলায়েত শাহ।