রায়পুরায় তুচ্ছ ঘটনায় এক কিশোরকে পিটিয়ে জখম

- Update Time : ০২:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১২৭ Time View
রায়পুরা প্রতিনিধি :নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনায় রাতুল নামে এব কিশোরকে উর্পযুরি মারধর সহ মাথায় আঘাত করে রক্তার্ত জখমের অভিযোগ উঠেছে। তারই প্রতিবেশী কাইয়ুম নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে রাতুল ও রাতুলের মায়ের অভিযোগ। ঘটনাটি ঘটেছে,গত বৃহস্পতিবার রায়পুরা পৌর এলাকার পূর্বপাড়া গ্রামে। এ বিষয়ে গেলো বৃহস্পতিবার রাতেই রায়পুরা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ভোক্তভোগী কিশোর রাতুল জানান,ঘটনার সময় তারা কয়েকজন সহপাঠি এক সাথে স্টিকার নিয়ে খেলা করছিলো। সেখানে কাইয়ুমের পুত্র ইব্রাহিম ও ছিলো। এক পর্যায়ে ইব্রাহিম কেধে গিয়ে তার বাবার কাইয়ুমের নিকট নালিশ করলে কাইয়ুম এসে রাতুলকে মাথায় আঘাত করে এলোপাথারি ভাবে মারধর করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে নিয়ে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে কাইয়ুম মুঠোফোনে জানান,রাতুল একাধিক ভার আমার ছেলেকে মারার বিষয়ে তার মায়ের নিকট বিচার ও দিয়েছি। আমি বিচার পায়নি। রাতুলের মাথায় ইচ্ছা করে আঘাত করেনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা স্বীকার করে বলেন,এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামী ধরার অভিযান অব্যাহত আছে।
#
মেহেদী হাসান রিপন
রায়পুরা প্রতিনিধি