০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ মতবিনিময় সভার আয়োজন করা হয়

মোখলেছুর রহমান চেীধুরী
- Update Time : ০৩:২৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১২৯ Time View
মোখলেছুর রহমান চৌধুরী (পঞ্চগড় জেলা প্রতিনিধি) :পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ১৯ আগস্ট (মঙ্গলবার)২০২৫ জেলা মৎস্য সম্মেলন কক্ষে সদর উপজেলার কার্ড ধারী মৎস্যজীবিদের নিয়ে আলোচনা সভার বিশেষ আয়োজন করেন জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।অত্র মতবিনিময় সভায় কার্ড ধারী মৎস্য জীবিদের মধ্যে উপস্থিত ছিলেনঃশ্রীঃআদিত্য রায় সৈকত,এনায়েত উল্লাহ্,রিপন ইসলাম,আছিম উদ্দীন,আনিছুর,জনাব আলী,আনিছুর রহমান,ফজলার রহমান,করিম ইসলাম,শামীম ইসলাম,আঃখালেক,আমিনুল ইসলাম,আব্দুস সামাদ,ইছাহাক ইসলাম,দুলাল হোসেন,ইব্রাহীম,নুরুজ্জামান ইসলাম,আমানুল্লাহ্ বাচ্চু,সাদেকুল ইসলাম,এদের মধ্যে দুইটি দলে বিভক্ত করা হয় এবং জেলা মৎস্য কর্মকর্তা জবাব, আলহাজ্ব মোঃএ কে এম আঃহালিম মহোদ্বয় দুইটি নদীর নাম উল্লেখ করে দুই দলকে ভাগ করে আলাদা আলাদা ভাবে যাবতীয় সমস্যা গুলো তুলে ধরার জন্য ১০ মিনিটে লিখিত ভাবে তুলে ধরার জন্য নির্দেশ প্রদান করেন।এক নং দল নদীর নাম রাখেন চাওয়াই নদী এবং দুই নং দল নদীর নাম রাখেন করতোয়া নদী।এই দুটি নদী সম্পর্কে রাস্ট্র ও জাতীর সার্থে যাবতীয় সমস্যা গুলো ১০ মিনিটে বিস্তারিত তুলে ধরেন মৎস্য জীবিগন।বিশেষ করে পঞ্চগড় জেলার মোট আয়তনঃ১৪০৪,৬৩ বর্গঃকিঃমিঃ মোট জনসংখ্যাঃ১১,৪৪,৮৬৭ জন।মোট উপজেলার সংখ্যাঃ৫টি,মোট ইউনিয়নের সংখ্যাঃ৩৯ টি,মোট পৌরসভার সংখ্যাঃ০৩ টি,বছরে মাছের চাহিদাঃ২১,৭৬৬মেঃটন।প্রতি বছরে মাছের উৎপাদনঃ১৭,৭৬৯ মেঃটন।মৎস্য চাষীর সংখ্যাঃ১২,১০০ জন।মৎস্য জীবির সংখ্যাঃ৫৯৫৬ জন।সরকারী পুকুরের সংখ্যাঃ১৬২টি।আয়তনঃ২০,১০০ হেক্টর।বে-সরকারী পুকুরের সংখ্যাঃ টি,আয়তনঃ২৯৩৩.00 হেক্টর।

সরকারী বিলঃ০৩টি,আয়তনঃ২০১.00হেক্টর।নদীর সংখ্যাঃ৩৩টি,খালের সংখ্যাঃ৩২টি,আয়তনঃ৪৫১.00হেক্টর,আয়তনঃ৫৭১ হেক্টর।প্লাবন ভুমিঃ১২২টি,আয়তনঃ১০৫৭0,00 হেক্টর।নার্সারীর সংখ্যাঃ১৮৮টি,মৎস্য আরতের সংখ্যাঃ২৫ টি,হাট বাজারের সংখ্যাঃ১৩৪টি,মৎস্য ব্যবসায়ীর সংখ্যাঃ২২৫ জন।বরফ কলের সংখ্যাঃ০৭ টি,পোনা মাছ ব্যবসায়ীর সংখ্যাঃ৬২৫ জন।রেনু উৎপাদনঃ১২৫০ কেজি।মোট পোনার চাহিদাঃ৫১৮ লক্ষ টি,মোট পোনার উৎপাদনঃ৭৯০ লক্ষ টি।পঞ্চগড়ে মৎস্য সম্পদের স্থায়ীত্ব শীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মত বিনিময় সভায় সকলেই বিশেষ করে পঞ্চগড় বাসিকে মাছের চাহিদা পুরনের জন্য সকল শ্রেনীর পোনা মাছ ও মা মাছ,নির্দিষ্ট মেয়াদ উক্তির্ণ হওয়ার পূর্বে মৎস্য জীবিরা ও যে কোন জনগন মাছ ধরলে তাদের বিরুদ্ধে মৎস্য অধিকার আইনানুগ ভাবে কঠোর ব্যাবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাগনের নিকট সার্বিকভাবে সহযোগিতা প্রার্থনা করেন মৎস্য জীবিগন সহ সমগ্র পঞ্চগড় বাসী।বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমগ্র বাংলাদেশে সরকার বিরোধী ইন্ডিয়ান বিভিন্ন কেটাগরির কারেন জাল যেমন- টানা জাল,ঠেলা জাল,ফিকা জাল,বাঘ জাল,রিং জাল সহ নানান রকমের প্রযুক্তির জাল দিয়ে নদী,খাল,বিল,ডোবা,জলাশয় সহ সকল জায়গায় সকল শ্রেনীর মাছের বংশ বিস্তার ধংশ করছে তাই পঞ্চগড় জেলার প্রতিটি বাজারে,হাটে,ঘাটে,সকল স্থানে জনগন ও প্রশাসন সকলেই মিলে অভিযান চালিয়ে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে বলে সকলে প্রত্যাশা করেন।সে সময় উপস্থিত ছিলেন-জেলা মৎস্য কর্মকর্তা (ডি ডি)আলহাজ্ব মোঃএ কে এম আঃহালিম মহোদ্বয়,সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শ্রীঃহিমেল চন্দ্র রায়,সদর উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মোঃসিরাজুল ইসলাম,পঞ্চগড় প্রেসক্লাব সাংবাদিক আব্দুল্লাহ্ হীল কাফী সহ পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সিনিয়র ক্রাইম সাংবাদিক মোখলেছুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
Tag :