০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালী পৌরসভায় নবনির্মিত সড়ক যেন দুর্ভোগের নতুন নাম: হাঁটু পানিতে দুর্ভোগ চরমে
Reporter Name
- Update Time : ০৬:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৮৫ Time View

আনিছুর রহমানের ভ্রাম্যমান প্রতিনিধি :
(চট্টগ্রাম): বাঁশখালী পৌরসভার মিয়া বাজার থেকে চুম্মা পাড়া পর্যন্ত নবনির্মিত সড়কটি জনগণের জন্য আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কর্তৃপক্ষের উদাসীনতায় লক্ষ টাকার প্রকল্পের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।২রা আগস্ট ২০২৫ইং তারিখ রাত ৮টা ঘটিকায় সরেজমিনে দেখা যায়, মিয়া বাজার থেকে চুম্মা পাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির অধিকাংশ স্থানেই পানি জমে আছে।
কিছু কিছু জায়গায় হাঁটু সমান পানি জমে যাওয়ায় ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির নির্মাণ কাজ চলাকালে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি জমে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে মিয়া বাজার ও ছুম্মা পাড়া প্রবেশদ্বার মধ্যবর্তী অংশে এই জলাবদ্ধতা সবচেয়ে বেশি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ভেবেছিলাম নতুন সড়ক হলে যাতায়াত সহজ হবে। কিন্তু এখন সামান্য বৃষ্টি হলেই আমাদের দুর্ভোগ শুরু হয়। হাঁটু পানি ভেঙে চলাচল করতে হয়।
এতে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া-আসা, রোগী পরিবহনসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি হচ্ছে।”
আরেক বাসিন্দা মো. হাসান জানান, “সড়কটি নির্মাণের সময় ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। পানি জমে থাকার কারণে সড়কে পচন ধরেছে এবং খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
অন্যথায় লক্ষ লক্ষ টাকার এই প্রকল্প জনগণের কোনো উপকারে আসবে না। জনগণের দাবি, কর্তৃপক্ষ যেন দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
Tag :






























