পঞ্চগড়ের বোদায় ৪ (চাঁর) ইটভাটা বন্ধের নির্দেশ

- Update Time : ০৬:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১২১ Time View
মোখলেছুর রহমান চৌধূরী, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় চাঁরটি লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।গত বৃহস্পতিবার বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এস এম ফুয়াদ মহোদ্বয় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় এস এ আর ব্রিকস্,এম এম এল ব্রিকস্,এএবি ব্রিকস্,বিবি ব্রিকস্ এর পরিবেশ ছারপত্র না থাকায় ইটভাটা চুল্লি ভেঙ্গে দিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে দেওয়া হয়।পরিবেশ ছাড়পত্র না হওয়া পর্যন্ত ইটভাটা চারটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউছুব আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)এস এম ফুয়াদ বলেন,সরকারের নির্দেশ মোতাবেক সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।আমরা আজকে চাঁরটি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে দিয়েছি এবং তাদের ইটভাটার আগুন বন্ধ রাখতে বলেছি।পরবর্তীতে তারা আইন অমান্য করে পূনরায় আগুন দিলে আমরা কঠোর ব্যাবস্থা গ্রহন করবো।আমাদের এ অভিযান চলমান থাকবে।